বৃহস্পতিবার কি চলতি প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা পেতে চলেছে ভারত?
Bangla

বৃহস্পতিবার কি চলতি প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা পেতে চলেছে ভারত?

প্যারিস অলিম্পিক্সে অন্তত ১০ পদকের আশায় ছিল ভারত। কিন্তু এখনও পর্যন্ত এসেছে মাত্র ৩ পদক। বৃহস্পতিবার নীরজ চোপড়ার হাত ধরে চতুর্থ পদক আসতে পারে।

প্যারিস অলিম্পিক্সের ১৩-তম দিন যেন পয়মন্ত হয়, প্রার্থনায় সারা দেশ
Bangla

প্যারিস অলিম্পিক্সের ১৩-তম দিন যেন পয়মন্ত হয়, প্রার্থনায় সারা দেশ

প্যারিস অলিম্পিক্সের শুরুতে শ্যুটারদের হাত ধরে ৩ ব্রোঞ্জ পায় ভারত। কিন্তু তারপর থেকেই পদকের খরা চলছে। ১৩-তম দিনে সোনার আশায় সারা দেশ।

Image credits: instagram
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া
Bangla

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া

ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতেন নীরজ চোপড়া। এবারও সোনা জিততে মরিয়া এই অ্যাথলিট।

Image credits: instagram
প্রত্যাশার চাপ সামনে প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে তৈরি নীরজ চোপড়া
Bangla

প্রত্যাশার চাপ সামনে প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে তৈরি নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির জন্য ডায়মন্ড লিগে যোগ দেননি নীরজ চোপড়া। তিনি ফের অলিম্পিক্সে সোনা জিততে মরিয়া।

Image credits: instagram
Bangla

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে ১০০ শতাংশ দিতে তৈরি

নীরজ চোপড়া জানিয়েছেন, ‘আমি এখন শুধু নিজেকে স্বাস্থ্যবান ও সুস্থ রাখতে চাইছি। ফাইনালে আমি ১০০ শতাংশ দিতে চাই।’

Image credits: instagram
Bangla

টোকিও অলিম্পিক্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারিসেও সোনা জয়ের লক্ষ্যে

টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতেন নীরজ চোপড়া। এবার সেই ফলেরই পুনরাবৃত্তির আশায় এই অ্যাথলিট।

Image credits: instagram
Bangla

প্রত্যাশার চাপ মারাত্মক, তবে শুধু নিজের ইভেন্টে মন দিচ্ছেন নীরজ চোপড়া

নীরজ চোপড়া বলেছেন, ‘টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের কথা আমার মাথায় আছে। কিন্তু মাঠে নামলে শুধু নিজের কাজ ছাড়া অন্য কিছু মাথায় থাকে না।’

Image credits: instagram
Bangla

টোকিও অলিম্পিক্সের মতোই প্যারিসে নীরজ চোপড়ার প্রতিপক্ষ আর্শাদ নাদিম

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের ক্ষেত্রে পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমের সঙ্গে লড়াই হয়েছিল নীরজ চোপড়ার। এবার প্যারিস অলিম্পিক্সেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নাদিম।

Image credits: Instagram

'নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ,' প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল সংস্থা

'অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন শেষ হয়নি,' দৃঢ়প্রতিজ্ঞা নিখাত জারিন

'এখান থেকেই আসল পরীক্ষা শুরু হবে,' সেমি-ফাইনালে পৌঁছে সতর্ক লক্ষ্য সেন

টিটিই থেকে খেলার দুনিয়ায় সাফল্যের শীর্ষে, ধোনির মতোই উত্থান স্বপ্নিলের