প্যারিস অলিম্পিক্সে অন্তত ১০ পদকের আশায় ছিল ভারত। কিন্তু এখনও পর্যন্ত এসেছে মাত্র ৩ পদক। বৃহস্পতিবার নীরজ চোপড়ার হাত ধরে চতুর্থ পদক আসতে পারে।
প্যারিস অলিম্পিক্সের শুরুতে শ্যুটারদের হাত ধরে ৩ ব্রোঞ্জ পায় ভারত। কিন্তু তারপর থেকেই পদকের খরা চলছে। ১৩-তম দিনে সোনার আশায় সারা দেশ।
ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতেন নীরজ চোপড়া। এবারও সোনা জিততে মরিয়া এই অ্যাথলিট।
প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির জন্য ডায়মন্ড লিগে যোগ দেননি নীরজ চোপড়া। তিনি ফের অলিম্পিক্সে সোনা জিততে মরিয়া।
নীরজ চোপড়া জানিয়েছেন, ‘আমি এখন শুধু নিজেকে স্বাস্থ্যবান ও সুস্থ রাখতে চাইছি। ফাইনালে আমি ১০০ শতাংশ দিতে চাই।’
টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতেন নীরজ চোপড়া। এবার সেই ফলেরই পুনরাবৃত্তির আশায় এই অ্যাথলিট।
নীরজ চোপড়া বলেছেন, ‘টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের কথা আমার মাথায় আছে। কিন্তু মাঠে নামলে শুধু নিজের কাজ ছাড়া অন্য কিছু মাথায় থাকে না।’
টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের ক্ষেত্রে পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমের সঙ্গে লড়াই হয়েছিল নীরজ চোপড়ার। এবার প্যারিস অলিম্পিক্সেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নাদিম।
'নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ,' প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল সংস্থা
'অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন শেষ হয়নি,' দৃঢ়প্রতিজ্ঞা নিখাত জারিন
'এখান থেকেই আসল পরীক্ষা শুরু হবে,' সেমি-ফাইনালে পৌঁছে সতর্ক লক্ষ্য সেন
টিটিই থেকে খেলার দুনিয়ায় সাফল্যের শীর্ষে, ধোনির মতোই উত্থান স্বপ্নিলের