এমিলিয়ানোর সঙ্গে শ্রীজেশের তুলনা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পি আর শ্রীজেশের পারফরম্যান্স দেখে তাঁর সঙ্গে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের তুলনা চলছে।
Sports News Aug 04 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
পি আর শ্রীজেশের উচ্ছ্বসিত প্রশংসা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ভারত বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পি আর শ্রীজেশের প্রশংসা করা হয়েছে।
Image credits: Instagram
Bangla
এদিন পেনাল্টি শ্যুট-আউটের সময় এমিলিয়ানোর মতোই নাচতে দেখা যায় শ্রীজেশকে
রবিবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট-আউটের সময় একটি শট সেভ করে এমিলিয়ানো মার্টিনেজের মতোই নেচে ওঠেন পি আর শ্রীজেশ।
Image credits: Instagram
Bangla
সারা বিশ্বকে গোলকিপার পি আর শ্রীজেশের নাম মনে রাখতে বলছে আর্জেন্টিনা
আর্জেন্টিনাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, ‘নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ।’
Image credits: Instagram
Bangla
পি আর শ্রীজেশের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজেশের প্রশংসা করেছেন।