Bangla

এমিলিয়ানোর সঙ্গে শ্রীজেশের তুলনা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পি আর শ্রীজেশের পারফরম্যান্স দেখে তাঁর সঙ্গে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের তুলনা চলছে।

Bangla

পি আর শ্রীজেশের উচ্ছ্বসিত প্রশংসা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ভারত বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পি আর শ্রীজেশের প্রশংসা করা হয়েছে।

Image credits: Instagram
Bangla

এদিন পেনাল্টি শ্যুট-আউটের সময় এমিলিয়ানোর মতোই নাচতে দেখা যায় শ্রীজেশকে

রবিবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট-আউটের সময় একটি শট সেভ করে এমিলিয়ানো মার্টিনেজের মতোই নেচে ওঠেন পি আর শ্রীজেশ।

Image credits: Instagram
Bangla

সারা বিশ্বকে গোলকিপার পি আর শ্রীজেশের নাম মনে রাখতে বলছে আর্জেন্টিনা

আর্জেন্টিনাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, ‘নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ।’

Image credits: Instagram
Bangla

পি আর শ্রীজেশের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজেশের প্রশংসা করেছেন।

Image credits: Instagram
Bangla

'পি আর শ্রীজেশ হকির ঈশ্বর,' মন্তব্য হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের

পি আর শ্রীজেশের প্রশংসা করে তাঁকে ‘হকির ঈশ্বর’ বলে উল্লেখ করেছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে।

Image credits: Instagram
Bangla

প্যারিস অলিম্পিক্সের পরেই আন্তর্জাতিক হকি থেকে অবসর নিচ্ছেন শ্রীজেশ

দিলীপ তিরকে জানিয়েছেন, তাঁরা চাইছিলেন এখনই অবসর না নিয়ে আরও কিছুদিন খেলুন পি আর শ্রীজেশ।

Image credits: Instagram
Bangla

কেরিয়ারের শেষ অলিম্পিক্সে ভারতকে পদক জিতিয়েই বিদায় নিতে চান শ্রীজেশ

টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন পি আর শ্রীজেশ। এবারের অলিম্পিক্সেও পদক জয়ের পথে ভারতের পুরুষ হকি দল।

Image Credits: Instagram