প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পি আর শ্রীজেশের পারফরম্যান্স দেখে তাঁর সঙ্গে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের তুলনা চলছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ভারত বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পি আর শ্রীজেশের প্রশংসা করা হয়েছে।
রবিবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট-আউটের সময় একটি শট সেভ করে এমিলিয়ানো মার্টিনেজের মতোই নেচে ওঠেন পি আর শ্রীজেশ।
আর্জেন্টিনাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, ‘নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ।’
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজেশের প্রশংসা করেছেন।
পি আর শ্রীজেশের প্রশংসা করে তাঁকে ‘হকির ঈশ্বর’ বলে উল্লেখ করেছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে।
দিলীপ তিরকে জানিয়েছেন, তাঁরা চাইছিলেন এখনই অবসর না নিয়ে আরও কিছুদিন খেলুন পি আর শ্রীজেশ।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন পি আর শ্রীজেশ। এবারের অলিম্পিক্সেও পদক জয়ের পথে ভারতের পুরুষ হকি দল।