প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা তৈরি করার পরেও ব্যর্থ হয়েছেন। তবে এই হারে ভেঙে পড়ছেন না বক্সার নিখাত জারিন। তিনি প্রত্যাবর্তনের জন্য তৈরি হচ্ছেন।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের উ ইউয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছেন নিখাত জারিন।
'এক্স' হ্যান্ডলে নিখাত জারিন লিখেছেন, 'আমার হৃদয় ভারী হয়ে আছে। কিন্তু আমার হৃদয় ভেঙে যায়নি। আমি এই হার মেনে নিচ্ছি। জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজছি।'
'এক্স' হ্যান্ডলে নিখাত জারিন লিখেছেন, ‘এই হারই আমার জীবনে সবচেয়ে কঠিন। আমি এই হার সহ্য করতে পারছি না।’
নিখাত জারিনের বার্তা, ‘অলিম্পিক্সে পদক জয় আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এখনও সেই স্বপ্ন দেখে চলেছি।’
নিখাত জারিনের প্রতিশ্রুতি, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটাই শেষ নয়। আমি ক্লান্তি ও গ্লানি দূর করার জন্য বাড়ি ফিরব। মাথা পরিষ্কার করে ফিরব। অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন এখনও আছে।’
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে নতুন করে লড়াই করার জন্য তৈরি হতে চান নিখাত জারিন। তিনি প্রত্যাবর্তন ঘটাতে তৈরি।
প্যারিস অলিম্পিক্সে পদক না পেলেও, অনুরাগীদের পাশে পেয়েছেন নিখাত জারিন। এর জন্য তিনি অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।