Bangla

প্যারিস অলিম্পিক্সে পদক জিততে ব্যর্থ হলেও, প্রত্যাবর্তনে তৈরি নিখাত

প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা তৈরি করার পরেও ব্যর্থ হয়েছেন। তবে এই হারে ভেঙে পড়ছেন না বক্সার নিখাত জারিন। তিনি প্রত্যাবর্তনের জন্য তৈরি হচ্ছেন।

Bangla

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগে হার নিখাতের

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের উ ইউয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছেন নিখাত জারিন।

Image credits: Getty
Bangla

প্যারিস অলিম্পিক্সে পদক জিততে ব্যর্থ হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া নিখাত

'এক্স' হ্যান্ডলে নিখাত জারিন লিখেছেন, 'আমার হৃদয় ভারী হয়ে আছে। কিন্তু আমার হৃদয় ভেঙে যায়নি। আমি এই হার মেনে নিচ্ছি। জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজছি।'

Image credits: Getty
Bangla

'এই হার মেনে নেওয়া কষ্টকর,' অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা নিখাত জারিনের

'এক্স' হ্যান্ডলে নিখাত জারিন লিখেছেন, ‘এই হারই আমার জীবনে সবচেয়ে কঠিন। আমি এই হার সহ্য করতে পারছি না।’

Image credits: Getty
Bangla

অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখা ছাড়তে নারাজ, জানিয়েছেন নিখাত জারিন

নিখাত জারিনের বার্তা, ‘অলিম্পিক্সে পদক জয় আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এখনও সেই স্বপ্ন দেখে চলেছি।’

Image credits: Getty
Bangla

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে নিখাত জারিন

নিখাত জারিনের প্রতিশ্রুতি, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটাই শেষ নয়। আমি ক্লান্তি ও গ্লানি দূর করার জন্য বাড়ি ফিরব। মাথা পরিষ্কার করে ফিরব। অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন এখনও আছে।’

Image credits: Getty
Bangla

অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্নপূরণ করতে নতুন করে লড়াই করবেন নিখাত জারিন

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে নতুন করে লড়াই করার জন্য তৈরি হতে চান নিখাত জারিন। তিনি প্রত্যাবর্তন ঘটাতে তৈরি।

Image credits: Getty
Bangla

কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন নিখাত জারিন

প্যারিস অলিম্পিক্সে পদক না পেলেও, অনুরাগীদের পাশে পেয়েছেন নিখাত জারিন। এর জন্য তিনি অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।

Image credits: Getty

'এখান থেকেই আসল পরীক্ষা শুরু হবে,' সেমি-ফাইনালে পৌঁছে সতর্ক লক্ষ্য সেন

টিটিই থেকে খেলার দুনিয়ায় সাফল্যের শীর্ষে, ধোনির মতোই উত্থান স্বপ্নিলের

ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্স থেকে বিদায় রাফায়েল নাদালের

শ্যুটিং ছেড়ে দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন মনু ভাকের!