Bangla

প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজির প্রথম দিনই নজর কাড়লেন অঙ্কিতা ভকত

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের দলগত তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অঙ্কিতা ভকত।

Bangla

প্রথম রাউন্ড থেকেই দুর্দান্ত লড়াই করে ১১-তম স্থানে শেষ করলেন অঙ্কিতা

২৬ বছর বয়সি অঙ্কিতা ভকত এদিন ৬৬৬ পয়েন্ট নিয়ে ১১-তম স্থানে থাকলেন। তিনিই ভারতীয় তিরন্দাজদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখালেন।

Image credits: Instagram
Bangla

এশিয়ান গেমসে পদক জেতার পর এবার অলিম্পিক্সেও পদক জয়ের লক্ষ্যে অঙ্কিতা

গত বছর এশিয়ান গেমসে মহিলাদের দলগত রিকার্ভে ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অঙ্কিতা ভকত। তিনি এরপরেই পাদপ্রদীপের আলোয় আসেন। এবার অলিম্পিক্সেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অঙ্কিতা।

Image credits: Instagram
Bangla

এশিয়ান গেমসের পর এবার অলিম্পিক্সেও ভজন কউরকে পাশে পেলেন অঙ্কিতা ভকত

এশিয়ান গেমসে সিমরনজিৎ কউর ও ভজন কউরকে দলে পেয়েছিলেন অঙ্কিতা ভকত। এবার অলিম্পিক্সেও অঙ্কিতা ও ভজনের সঙ্গে দলে আছেন দীপিকা কুমারী।

Image credits: Instagram
Bangla

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অঙ্কিতা

গত মাসে ওয়ার্ল্ড আর্চারি অলিম্পিক কোয়ালিফায়ার ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন অঙ্কিতা ভকত।

Image credits: Instagram
Bangla

কলকাতায় জন্ম, প্যারিস অলিম্পিক্সে শহরের মান বাড়াতে চান অঙ্কিতা ভকত

কলকাতায় জন্ম হয় অঙ্কিতা ভকতের। এবার প্যারিস অলিম্পিক্সে পদক জিতলে শহরের নাম উজ্জ্বল করবেন এই তিরন্দাজ।

Image credits: Instagram
Bangla

ক্রীড়াপ্রেমী শহর কলকাতায় জন্ম হওয়ার পর ছোটবেলাতেই তিরন্দাজি শুরু

১০ বছর বয়সে কলকাতা আর্চারি ক্লাবে তিরন্দাজির প্রশিক্ষণ নেওয়া শুরু করেন অঙ্কিতা ভকত। দুর্দান্ত লড়াই করে বিশ্ব মঞ্চে পৌঁছে গিয়েছেন এই তিরন্দাজ।

Image credits: Instagram
Bangla

অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে কোরিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই অঙ্কিতাদের

প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা তিরন্দাজি দলের প্রতিপক্ষ কোরিয়া। এই লড়াইয়ে জয় পেতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে অঙ্কিতা ভকতদের।

Image credits: Instagram

Hardik Pandya: ছেলেকে নিয়ে ঘুরছেন নাতাশা, কী প্রতিক্রিয়া হার্দিকের?

Olympics 2024: বক্সিং-এ পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত, চেনেন তাঁকে?

Olympics 2024: প্যারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করছেন মীরাবাই চানু

Olympics 2024: টেবিল টেনিসে ভারতের অন্যতম বড় ভরসা মনিকা বাত্রা