এখনও পর্যন্ত অলিম্পিক্সে কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট সোনা জিততে পারেননি। এবার প্যারিস অলিম্পিক্সে সেই খরা কাটবে বলে আশায় অভিনব বিন্দ্রা।
টোকিও অলিম্পিক্সে ভারতের ফল সবচেয়ে ভালো হয়েছিল। এবার ভারতীয় অ্যাথলিটরা তার চেয়েও ভালো ফল করবেন বলে আশাবাদী অভিনব বিন্দ্রা।
এবারের অলিম্পিক্স উদ্বোধনের আগে প্যারিসের রাস্তায় মশাল দৌড়ের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন অভিনব বিন্দ্রা।
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের আগে অভিনব বিন্দ্রা বলেছেন, ‘আগামী দশক খেলায় ভারতের উন্নতির জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
অভিনব বিন্দ্রা বলেছেন, ‘আমি নিশ্চিত, কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট অলিম্পিক্সে সোনা জিতবে। আশা করি ভারতের প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন মহিলা অ্যাথলিটকে দেখতে পাব।’
রিও, টোকিও অলিম্পিক্সে পদক জিতেছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এবার তিনি সোনা জয়ের লক্ষ্যে প্যারিসে গিয়েছেন।
অভিনব বিন্দ্রা বলেছেন, ‘আমাদের আরও উন্নতি হবে। প্যারিসে আমরা টোকিওর চেয়ে ভালো ফল করব। আমাদের অ্যাথলিটরা আরও পদক জিতবে।’