Bangla

পদক জয়ের দাবিদার লভলিনা

তিনি হলেন এখনও পর্যন্ত দেশের তৃতীয় বক্সার যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে ভারতকে পদক এনে দিয়েছেন।

Bangla

সম্ভাবনাময় এক বক্সার

এবার ভারতের হয়ে ফের একবার পদক জিততে পারেন তিনি।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

ফিরে দেখা

গত ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন অসমনিবাসী এই বক্সার।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

বিখ্যাত লভলিনা

কারণ, তিনিই অসমের প্রথম মহিলা বক্সার, যার ঝুলিতে রয়েছে অলিম্পিক্সের মেডেল।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ

গত ২০২২ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতেন লভলিনা বরগোহাইন।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

কমনওয়েলথ গেমস

যদিও এই প্রতিযোগিতায় খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

ঘুরে দাঁড়ালেন আবার

গত ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ফের একবার সোনা জেতেন লভলিনা।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

আর এশিয়ান গেমস?

সেইবছর এশিয়ান গেমসের মঞ্চে তিনি জেতেন রুপোর পদক।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

কোথায় এগিয়ে তিনি?

লম্বা হওয়ার ফলে, ৭৫ কেজি বিভাগে নেমে নিজের উচ্চতাকে কাজে লাগাতে পারবেন।

Image credits: Lovlina Borgohain – Social Media
Bangla

আত্মবিশ্বাসী এই ভারতীয় বক্সার

তাই লভলিনা বরগোহাইনকে ঘিরে আশায় বুক বাঁধছে গোটা দেশ।

Image credits: Lovlina Borgohain – Social Media

অলিম্পিক্সের শুরুতেই নজর কাড়লেন, পদকের লক্ষ্যে কলকাতার অঙ্কিতা ভকত

Hardik Pandya: ছেলেকে নিয়ে ঘুরছেন নাতাশা, কী প্রতিক্রিয়া হার্দিকের?

Olympics 2024: বক্সিং-এ পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত, চেনেন তাঁকে?

Olympics 2024: প্যারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করছেন মীরাবাই চানু