তিনি হলেন এখনও পর্যন্ত দেশের তৃতীয় বক্সার যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে ভারতকে পদক এনে দিয়েছেন।
এবার ভারতের হয়ে ফের একবার পদক জিততে পারেন তিনি।
গত ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন অসমনিবাসী এই বক্সার।
কারণ, তিনিই অসমের প্রথম মহিলা বক্সার, যার ঝুলিতে রয়েছে অলিম্পিক্সের মেডেল।
গত ২০২২ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতেন লভলিনা বরগোহাইন।
যদিও এই প্রতিযোগিতায় খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি।
গত ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ফের একবার সোনা জেতেন লভলিনা।
সেইবছর এশিয়ান গেমসের মঞ্চে তিনি জেতেন রুপোর পদক।
লম্বা হওয়ার ফলে, ৭৫ কেজি বিভাগে নেমে নিজের উচ্চতাকে কাজে লাগাতে পারবেন।
তাই লভলিনা বরগোহাইনকে ঘিরে আশায় বুক বাঁধছে গোটা দেশ।