শুক্রবার প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চোউ তিয়েন চেনকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন।
কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে হেরে গেলেও, অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য সেন। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৫, ২১-১২।
অলিম্পিক্সে ভারতের মহিলা শাটলারদের মধ্যে পদক জিতেছেন সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধু। এবার প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে পদক জেতার লক্ষ্যে লক্ষ্য সেন।
সেমি-ফাইনালে পৌঁছনোর পর লক্ষ্য সেন বলেছেন, 'আমার এখনও অনেক কাজ বাকি। এখান থেকেই আসল পরীক্ষা শুরু হবে।'
শুক্রবার প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে পৌঁছনোর পর লক্ষ্য সেন বলেছেন, ‘হ্যাঁ, এর আগে আমি এরকম সাফল্য পাইনি। এটা করতে পেরে খুব ভালো লাগছে।’
লক্ষ্য সেন বলেছেন, ‘আমি ক্লান্তি কাটিয়ে পরের ম্যাচের জন্য তৈরি হতে চাই। পরের ম্যাচে মন দিতে চাই। আমি পরের ম্যাচেও ১০০ শতাংশ দেব।’
কোয়ার্টার ফাইনালে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ডেনমার্কের শাটলার ভিক্টর অ্যাক্সেলসেন ও সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের ম্যাচে বিজয়ীর বিরুদ্ধে সেমি-ফাইনালে খেলবেন লক্ষ্য সেন।
এখনও পর্যন্ত কোনও ভারতীয় শাটলার অলিম্পিক্সে সোনা জিততে পারেননি। এবার সেই রেকর্ড গড়ার লক্ষ্যে লক্ষ্য সেন।
টিটিই থেকে খেলার দুনিয়ায় সাফল্যের শীর্ষে, ধোনির মতোই উত্থান স্বপ্নিলের
ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্স থেকে বিদায় রাফায়েল নাদালের
শ্যুটিং ছেড়ে দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন মনু ভাকের!
অলিম্পিক্সে প্রথমবার সোনা জিতবেন কোনও ভারতীয় মহিলা, আশাবাদী অভিনব