তরুণ বয়সে রেলে টিটিই হিসেবে চাকরি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই চাকরি ছেড়ে দিয়ে পেশাদার ক্রিকেটার হন তিনি। পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক হন ধোনি।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শ্যুটার স্বপ্নিল কুশালেও রেলে টিটিই হিসেবে কর্মরত ছিলেন। তিনিও মহেন্দ্র সিং ধোনির মতোই দেশকে গর্বিত করলেন।
স্বপ্নিল কুশালে জানিয়েছেন, তিনিও মহেন্দ্র সিং ধোনির মতোই কেরিয়ারের শুরুতে রেলে টিটিই হিসেবে কর্মরত ছিলেন। ধোনির সাফল্য দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন স্বপ্নিল কুশালে।
চলতি প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে ভারত। সব পদকই এসেছে শ্যুটিং থেকে।
প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে পদক জিতেছেন মনু ভাকের, সরবজ্যোত সিং ও স্বপ্নিল কুশালে।
স্বপ্নিল কুশালে জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখেছেন। চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা তিনি ধোনিকে দেখে শিখেছেন।
স্বপ্নিল কুশালের বয়স এখন ২৮ বছর। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও যোগ দিয়ে দেশকে ফের পদক এনে দেওয়ার লক্ষ্যে এই শ্যুটার।