Bangla

খড়্গপুরে রেলের টিটিই হিসেবে কর্মরত ছিলেন, সেখান থেকে উত্থান ধোনির

তরুণ বয়সে রেলে টিটিই হিসেবে চাকরি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই চাকরি ছেড়ে দিয়ে পেশাদার ক্রিকেটার হন তিনি। পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক হন ধোনি।

Bangla

মহেন্দ্র সিং ধোনির মতোই রেলের টিটিই হিসেবে ছিলেন শ্যুটার স্বপ্নিল

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শ্যুটার স্বপ্নিল কুশালেও রেলে টিটিই হিসেবে কর্মরত ছিলেন। তিনিও মহেন্দ্র সিং ধোনির মতোই দেশকে গর্বিত করলেন।

Image credits: Instagram
Bangla

মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, জানিয়েছেন স্বপ্নিল

স্বপ্নিল কুশালে জানিয়েছেন, তিনিও মহেন্দ্র সিং ধোনির মতোই কেরিয়ারের শুরুতে রেলে টিটিই হিসেবে কর্মরত ছিলেন। ধোনির সাফল্য দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

Image credits: Instagram
Bangla

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে ইতিহাস গড়েছেন স্বপ্নিল

অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন স্বপ্নিল কুশালে।

Image credits: Instagram
Bangla

শ্যুটার স্বপ্নিল কুশালের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক পেল দেশ

চলতি প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে ভারত। সব পদকই এসেছে শ্যুটিং থেকে।

Image credits: Instagram
Bangla

মনু ভাকের, সরবজ্যোত সিংয়ের মতোই শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল

প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে পদক জিতেছেন মনু ভাকের, সরবজ্যোত সিং ও স্বপ্নিল কুশালে।

Image credits: Instagram
Bangla

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখে মাথা ঠান্ডা রাখা শিখেছেন স্বপ্নিল

স্বপ্নিল কুশালে জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখেছেন। চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা তিনি ধোনিকে দেখে শিখেছেন।

Image credits: Instagram
Bangla

মহেন্দ্র সিং ধোনির মতোই আরও সাফল্যের লক্ষ্যে শ্যুটার স্বপ্নিল কুশালে

স্বপ্নিল কুশালের বয়স এখন ২৮ বছর। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও যোগ দিয়ে দেশকে ফের পদক এনে দেওয়ার লক্ষ্যে এই শ্যুটার।

Image credits: Instagram

ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্স থেকে বিদায় রাফায়েল নাদালের

শ্যুটিং ছেড়ে দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন মনু ভাকের!

অলিম্পিক্সে প্রথমবার সোনা জিতবেন কোনও ভারতীয় মহিলা, আশাবাদী অভিনব

Olympics 2024: বক্সিং বিভাগে পদক জিততে মরিয়া লভলিনা, জানুন পরিসংখ্যান