প্যারিস অলিম্পিক্সে টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজীব রাম-অস্টিন ক্রাজিচেক জুটির কাছে হেরে গেলেন রাফায়েল নাদাল-কার্লোস আলকারাজ।
কেরিয়ারের শেষ অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে ছিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। কিন্তু তিনি এবার পদক জিততে পারলেন না।
রেকর্ড ১৪ বার সিঙ্গলসে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। কিন্তু অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে প্রিয় রোলা গাঁরোতেই হেরে গেলেন নাদাল।
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল হাতে নেওয়ার সম্মান পেয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু এই অলিম্পিক্সে পদক পেলেন না স্প্যানিশ কিংবদন্তি।
প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। এবার ডাবলসেও হেরে গেলেন তিনি।
রাফায়েল নাদালের অবসর নিয়ে টেনিস দুনিয়ায় জল্পনা শুরু হয়েছে। প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় নেওয়ার পরেই অবসর নিতে পারেন নাদাল।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পুরুষদের টেনিসের সিঙ্গলসে সোনা জেতেন স্পেনের রাফায়েল নাদাল। তারপর আর সাফল্য পাননি এই তারকা।