Bangla

অলিম্পিক্সের ইতিহাসে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শ্যুটার মনু ভাকের

রবিবার প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের শ্যুটার মনু ভাকের। তিনি পঞ্চম ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন।

Bangla

শ্যুটিং আর ভালো লাগছিল না বলে উচ্চশিক্ষার জন্য বিদশে যেতে চেয়েছিলেন

কিছুদিন আগে শ্যুটিংয়ে আর আনন্দ পাচ্ছিলেন না মনু ভাকের। এই কারণে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তবে পরে এই সিদ্ধান্ত বদল করেন।

Image credits: Instagram
Bangla

পুরনো কোচ জশপাল রানার সঙ্গে বিবাদ মিটিয়ে নিয়েই সাফল্য পেলেন মনু ভাকের

পুরনো কোচ জশপাল রানার সঙ্গে প্রকাশ্যে ঝগড়া হওয়ার তিন বছর পর নিজেই ফোন করে বিবাদ মিটিয়ে নেন মনু ভাকের। এরপরেই তিনি অলিম্পিক্সে সাফল্য পেলেন।

Image credits: Instagram
Bangla

টোকিও অলিম্পিক্সে ব্যর্থতার আফশোস মিটিয়ে ঘুরে দাঁড়ালেন মনু ভাকের

টোকিও অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়েও পদক পাননি মনু ভাকের। এরপরেই তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তবে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেলেন মনু।

Image credits: Instagram
Bangla

মনু ভাকেরের হাত ধরে ১২ বছর পর অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক পেল ভারত

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষবার শ্যুটিংয়ে পদক জিতেছিল ভারত। রিও, টোকিও অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক আসেনি। ১২ বছর পর শ্যুটিংয়ে দেশকে পদক জেতালেন মনু ভাকের।

Image credits: Instagram
Bangla

১৪ বছর বয়স থেকে শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত, আরও সাফল্য পেতে চান মনু ভাকের

গত ৮ বছর ধরে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন মনু ভাকের। আন্তর্জাতিক মঞ্চে দেশকে আরও সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।

Image credits: Instagram
Bangla

প্যারিসে দক্ষিণ কোরিয়ার শ্যুটারদের সঙ্গে লড়াই করে পদক জিতলেন মনু

রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও রুপো জিতল দক্ষিণ কোরিয়া। লড়াই করে পদক জিতলেন মনু ভাকের।

Image credits: Instagram
Bangla

শ্যুটিংয়ের পাশাপাশি সঙ্গীতও ভালোবাসেন মনু ভাকের, তিনি ভায়োলিন বাজান

ভায়োলিনে জাতীয় সঙ্গীতের সুর বাজানো শিখেছেন মনু ভাকের। তবে প্যারিসে তিনি ভায়োলিন নিয়ে যাননি। দেশে ফিরে আবার ভায়োলিন বাজাবেন।

Image credits: Instagram

অলিম্পিক্সে প্রথমবার সোনা জিতবেন কোনও ভারতীয় মহিলা, আশাবাদী অভিনব

Olympics 2024: বক্সিং বিভাগে পদক জিততে মরিয়া লভলিনা, জানুন পরিসংখ্যান

অলিম্পিক্সের শুরুতেই নজর কাড়লেন, পদকের লক্ষ্যে কলকাতার অঙ্কিতা ভকত

Hardik Pandya: ছেলেকে নিয়ে ঘুরছেন নাতাশা, কী প্রতিক্রিয়া হার্দিকের?