রবিবার প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের শ্যুটার মনু ভাকের। তিনি পঞ্চম ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন।
কিছুদিন আগে শ্যুটিংয়ে আর আনন্দ পাচ্ছিলেন না মনু ভাকের। এই কারণে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তবে পরে এই সিদ্ধান্ত বদল করেন।
পুরনো কোচ জশপাল রানার সঙ্গে প্রকাশ্যে ঝগড়া হওয়ার তিন বছর পর নিজেই ফোন করে বিবাদ মিটিয়ে নেন মনু ভাকের। এরপরেই তিনি অলিম্পিক্সে সাফল্য পেলেন।
টোকিও অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়েও পদক পাননি মনু ভাকের। এরপরেই তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তবে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেলেন মনু।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষবার শ্যুটিংয়ে পদক জিতেছিল ভারত। রিও, টোকিও অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক আসেনি। ১২ বছর পর শ্যুটিংয়ে দেশকে পদক জেতালেন মনু ভাকের।
গত ৮ বছর ধরে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন মনু ভাকের। আন্তর্জাতিক মঞ্চে দেশকে আরও সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।
রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও রুপো জিতল দক্ষিণ কোরিয়া। লড়াই করে পদক জিতলেন মনু ভাকের।
ভায়োলিনে জাতীয় সঙ্গীতের সুর বাজানো শিখেছেন মনু ভাকের। তবে প্যারিসে তিনি ভায়োলিন নিয়ে যাননি। দেশে ফিরে আবার ভায়োলিন বাজাবেন।