মনু ভাকেরের হাত ধরে ১২ বছর পর অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক পেল ভারত
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষবার শ্যুটিংয়ে পদক জিতেছিল ভারত। রিও, টোকিও অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক আসেনি। ১২ বছর পর শ্যুটিংয়ে দেশকে পদক জেতালেন মনু ভাকের।
Image credits: Instagram
Bangla
১৪ বছর বয়স থেকে শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত, আরও সাফল্য পেতে চান মনু ভাকের
গত ৮ বছর ধরে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন মনু ভাকের। আন্তর্জাতিক মঞ্চে দেশকে আরও সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।
Image credits: Instagram
Bangla
প্যারিসে দক্ষিণ কোরিয়ার শ্যুটারদের সঙ্গে লড়াই করে পদক জিতলেন মনু
রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও রুপো জিতল দক্ষিণ কোরিয়া। লড়াই করে পদক জিতলেন মনু ভাকের।
Image credits: Instagram
Bangla
শ্যুটিংয়ের পাশাপাশি সঙ্গীতও ভালোবাসেন মনু ভাকের, তিনি ভায়োলিন বাজান
ভায়োলিনে জাতীয় সঙ্গীতের সুর বাজানো শিখেছেন মনু ভাকের। তবে প্যারিসে তিনি ভায়োলিন নিয়ে যাননি। দেশে ফিরে আবার ভায়োলিন বাজাবেন।