প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার ঠিক আগে বাদ পড়লেন জাপানের জিমন্যাস্ট
এবারের অলিম্পিক্সে জাপানের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স দলের অধিনায়ক ছিলেন শোকো মিয়াতা। কিন্তু তাঁকেই দল থেকে বাদ দেওয়া হল।
Sports News Jul 19 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
ধূমপান করার অপরাধে প্যারিস অলিম্পিক্স থেকে বাদ পড়লেন শোকো মিয়াতা
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থা জানিয়েছে, ধূমপান করে আচরণবিধি লঙ্ঘন করেছেন শোকো মিয়াতা। এই কারণেই তাঁকে বাদ দেওয়া হল।
Image credits: Instagram
Bangla
মোনাকোয় জাপানের প্রস্তুতি শিবিরে নেশার দ্রব্য গ্রহণ করেছেন শোকো মিয়াতা
মোনাকোয় চলছে জাপানের জিমন্যাস্টিক্স দলের প্রস্তুতি শিবির। সেখানেই মদ্যপান ও ধূমপান করেছেন শোকো মিয়াতা। এই কারণেই তাঁকে বাদ দেওয়া হল।
Image credits: Instagram
Bangla
দল থেকে বাদ দেওয়ার পর শোকো মিয়াতাকে জাপানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থা জানিয়েছে, শোকো মিয়াতাকে বৃহস্পতিবারই মোনাকো থেকে দেশে ফেরানো হয়েছে।
Image credits: Instagram
Bangla
অলিম্পিক্সে অ্যাথলিটের সংখ্যা কমে গেলেও শৃঙ্খলার উপরেই জোর জাপানের
শোকো মিয়াতা বাদ পড়ার ফলে এবারের অলিম্পিক্সে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে জাপানের প্রতিযোগীর সংখ্যা ৫ থেকে কমে হল ৪। কিন্তু তাতেও শৃঙ্খলার সঙ্গে আপস করতে নারাজ জাপান।
Image credits: Instagram
Bangla
৬০ বছর পর অলিম্পিক্সে দলগত জিমন্যাস্টিক্স বিভাগে পদক জয়ের আশায় জাপান