এবারের অলিম্পিক্সে জাপানের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স দলের অধিনায়ক ছিলেন শোকো মিয়াতা। কিন্তু তাঁকেই দল থেকে বাদ দেওয়া হল।
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থা জানিয়েছে, ধূমপান করে আচরণবিধি লঙ্ঘন করেছেন শোকো মিয়াতা। এই কারণেই তাঁকে বাদ দেওয়া হল।
মোনাকোয় চলছে জাপানের জিমন্যাস্টিক্স দলের প্রস্তুতি শিবির। সেখানেই মদ্যপান ও ধূমপান করেছেন শোকো মিয়াতা। এই কারণেই তাঁকে বাদ দেওয়া হল।
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থা জানিয়েছে, শোকো মিয়াতাকে বৃহস্পতিবারই মোনাকো থেকে দেশে ফেরানো হয়েছে।
শোকো মিয়াতা বাদ পড়ার ফলে এবারের অলিম্পিক্সে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে জাপানের প্রতিযোগীর সংখ্যা ৫ থেকে কমে হল ৪। কিন্তু তাতেও শৃঙ্খলার সঙ্গে আপস করতে নারাজ জাপান।
১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে শেষবার মহিলাদের দলগত জিমন্যাস্টিক্সে পদক জয়ের আশায় জাপান।
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থা ইঙ্গিত দিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করার জন্য কঠোর শাস্তির মুখে পড়তে পারেন শোকো মিয়াতা।
জাপানের জিমন্যাস্টিক্স সংস্থার প্রেসিডেন্ট তাদাশি ফুজিতা, শোকো মিয়াতার ব্যক্তিগত কোচ মুৎসুমি হারাদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছেন।