Bangla

ফের একবার নীরজের সামনে পদক জয়ের সম্ভাবনা

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন তিনি। এবারও ভারতের বাজি সেই নীরজ।

Bangla

সোনার ছেলে নীরজ

টোকিও অলিম্পিক্সে তিনি ৮৭.৫৮ মিটার দূরত্বে থ্রো করেন। এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদেই সোনা জেতেন তিনি।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

তাঁর মুকুটে অনেক পালক

অলিম্পিক্স প্রতিযোগিতার কোনও ব্যক্তিগত ইভেন্টে, দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনার পদক জয় করেন নীরজ।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

কবে খেলতে নামছেন তিনি?

আগামী ৬ অগাস্ট থেকে শুরু হবে যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। তার ঠিক দুদিন পর, অর্থাৎ আগামী ৮ অগাস্ট হবে ফাইনাল।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

যাদের বিরুদ্ধে খেলতে হবে নীরজ চোপড়াকে

প্যারিস অলিম্পিক্সে নীরজের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

তৈরি আছেন নীরজ

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতীয় এই তারকা সর্বশ্রেষ্ঠ থ্রো-য়ের বিচারে চতুর্থ স্থান অর্জন করেছেন।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

পরিসখ্যানের দিকে একবার নজর দেওয়া যাক

এই মরশুমে এখনও পর্যন্ত নীরজ চোপড়ার সেরা পারফরম্যান্স ৮৮.৩৬ মিটার। তবে নীরজকে পদক জিততে গেলে ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করতে হবে।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

আত্মবিশ্বাসী তিনি

এই সময়ের মধ্যে নীরজ ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেননি। তবে হাল ছাড়ছেন না তিনি।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

পদক জয়ের ব্যাপারে আশাবাদী নীরজ

মনে রাখতে হবে, এশিয়ান গেমসেও খেতাব জিতেছেন তিনি।

Image credits: Neeraj Chopra – Social Media
Bangla

তাঁর লক্ষ্য পদক জয়

আসন্ন প্যারিস অলিম্পিক্সে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। দেশের জন্য পদক জয়ই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন নীরজ চোপড়া।

Image Credits: Neeraj Chopra – Social Media