টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন তিনি। এবারও ভারতের বাজি সেই নীরজ।
টোকিও অলিম্পিক্সে তিনি ৮৭.৫৮ মিটার দূরত্বে থ্রো করেন। এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদেই সোনা জেতেন তিনি।
অলিম্পিক্স প্রতিযোগিতার কোনও ব্যক্তিগত ইভেন্টে, দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনার পদক জয় করেন নীরজ।
আগামী ৬ অগাস্ট থেকে শুরু হবে যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। তার ঠিক দুদিন পর, অর্থাৎ আগামী ৮ অগাস্ট হবে ফাইনাল।
প্যারিস অলিম্পিক্সে নীরজের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা।
উল্লেখ্য, ২০২৪ সালে ভারতীয় এই তারকা সর্বশ্রেষ্ঠ থ্রো-য়ের বিচারে চতুর্থ স্থান অর্জন করেছেন।
এই মরশুমে এখনও পর্যন্ত নীরজ চোপড়ার সেরা পারফরম্যান্স ৮৮.৩৬ মিটার। তবে নীরজকে পদক জিততে গেলে ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করতে হবে।
এই সময়ের মধ্যে নীরজ ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেননি। তবে হাল ছাড়ছেন না তিনি।
মনে রাখতে হবে, এশিয়ান গেমসেও খেতাব জিতেছেন তিনি।
আসন্ন প্যারিস অলিম্পিক্সে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। দেশের জন্য পদক জয়ই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন নীরজ চোপড়া।
Olympics 2024: আসন্ন প্যারিস অলিম্পিক্সে রচিত হবে 'সিন্ধু' সভ্যতা?
Olympics 2024: বিতর্ক অতীত, অলিম্পিক্সে প্রথম পদকের লক্ষ্যে ভিনেশ
Sania Mirza: 'সবকিছুই সম্ভব...' কীসের ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা?
PV Sindhu: লক্ষ্য অলিম্পিক্স, ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন সিন্ধু