Bangla

আসন্ন প্যারিস অলিম্পিক্সে সবার চোখ তাঁর দিকেই

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্সের আসর। আর এই মেগা প্রতিযোগিতায় পিভি সিন্ধুকে ঘিরে আশায় বুক বাঁধছেন ভারতবাসীরা। 

Bangla

ভরসার অপর নাম যেন পিভি সিন্ধু

প্রসঙ্গত, মহিলাদের সিঙ্গলস বিভাগে ভারত থেকে একাই লড়বেন তিনি। বলা হচ্ছে যে, অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছেন এই ভারতীয় শাটলার।

Image credits: P V Sindhu – Social Media
Bangla

প্যারিস অলিম্পিক্সে সিন্ধু রয়েছেন ‘এম-গ্রুপে’

মহিলাদের সিঙ্গলসে প্রথমে তাঁকে সামলাতে হবে বিশ্বের ৭৫ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে। 

Image credits: Instagram
Bangla

কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে পারেন পিভি সিন্ধু

এছাড়াও সিন্ধু খেলবেন বিশ্বের ১১১ নম্বর স্থানাধিকারী শাটলার মালদ্বীপের ফতিমাত নাবাহা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে। রাউন্ড অফ সিক্সটিনে পিভি সিন্ধুর প্রতিপক্ষ চিনের হে বিংজিয়াও।

Image credits: Instagram
Bangla

লড়াই জমবে অলিম্পিক্সের মঞ্চে

যদি ভারতীয় ব্যাডমিন্টন তারকা কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যান, তাহলে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ হবেন চিনের শাটলার চেন ইউফেই। তিনি আবার টোকিও অলিম্পিক্সের চ্যাম্পিয়ন।

Image credits: Instagram
Bangla

দেশের জাতীয় পতাকা বইবেন সিন্ধু

আসন্ন প্যারিস অলিম্পিক্সে দেশের জাতীয় পতাকা বইবেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। মহিলা অ্যাথলিটদের পক্ষ থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

Image credits: P V Sindhu – Social Media
Bangla

অলিম্পিক্সে দুবারের পদকজয়ী তিনি

প্রসঙ্গত, এর আগে দুবার অলিম্পিক্স প্রতিযোগিতায় দেশের হয়ে পদক জিতেছেন সিন্ধু। গত ২০১৬ রিও অলিম্পিক্সে জেতেন রুপো এবং গত ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে তিনি জেতেন ব্রোঞ্জ পদক।

Image credits: Instagram
Bangla

ভালো ফর্মে আছেন সিন্ধু

কয়েকদিন আগেই যথেষ্ট ভালো পারফর্ম করেছেন মালয়েশিয়া মাস্টার্স প্রতিযোগিতায়। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছন। শেষপর্যন্ত, রানার্স হন তিনি।

Image credits: P V Sindhu – Social Media
Bangla

জার্মানিতে বিশেষ অনুশীলন করেছেন তিনি

অলিম্পিক্সই যেন তাঁর পাখির চোখ। আর সেইজন্যই জার্মানিতে গিয়ে বিশেষ অনুশীলনও সেরে ফেলেছেন এই ভারতীয় শাটলার।

Image credits: P V Sindhu – Social Media
Bangla

আত্মবিশ্বাসী সিন্ধু

তিনি জানিয়েছেন, আসন্ন প্যারিস অলিম্পিক্সে তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন। জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

Image credits: P V Sindhu – Social Media

Olympics 2024: বিতর্ক অতীত, অলিম্পিক্সে প্রথম পদকের লক্ষ্যে ভিনেশ

Sania Mirza: 'সবকিছুই সম্ভব...' কীসের ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা?

PV Sindhu: লক্ষ্য অলিম্পিক্স, ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন সিন্ধু

ওপেন যুগে প্রথম অবাছাই হিসেবে উইম্বলডন ফাইনালে মার্কেতা ভন্ড্রুসোভা