হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের পুরুষ হকি দলের কোনও খেলোয়াড় আর ১৬ নম্বর জার্সি পরে খেলবেন না। পি আর শ্রীজেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হকি থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের কোচ হওয়ার ইচ্ছা রয়েছে পি আর শ্রীজেশের। তিনি জাতীয় জুনিয়র দলের কোচ হিসেবে কাজ শুরু করছেন।
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং জানিয়েছেন, ভারতের সিনিয়র পুরুষ দলের খেলোয়াড়রা আর ১৬ নম্বর জার্সি পরে না খেললেও, জুনিয়র খেলোয়াড়রা এই জার্সি পরে খেলবেন।
ভারতের জাতীয় জুনিয়র হকি দলের কোচ হিসেবে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কাজ করবেন পি আর শ্রীজেশ।
পি আর শ্রীজেশ জানিয়েছেন, ‘আমি জুনিয়র দলের কোচ হিসেবে কাজ শুরু করতে চাই। রাহুল দ্রাবিড়কে অনুসরণ করে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। তরুণ খেলোয়াড়রদের গড়ে তুলতে চাই।’
পি আর শ্রীজেশ জানিয়েছেন, ২০২৩ সালে তিনি ভারতের সিনিয়র দলের কোচ হতে চান। তার আগে পর্যন্ত জুনিয়র খেলোয়াড়দের তৈরি করতে চাইছেন।
২০২৫ সালে জুনিয়র বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য শ্রীজেশের। তিনি ২০২৯ সালের মধ্যে জুনিয়র দল থেকে ২০৪০ জন খেলোয়াড়কে তৈরি করতে চান।