শ্রীজেশের প্রতি সম্মান জানিয়ে ১৬ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত
হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের পুরুষ হকি দলের কোনও খেলোয়াড় আর ১৬ নম্বর জার্সি পরে খেলবেন না। পি আর শ্রীজেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sports News Aug 14 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
পেশাদার হকি থেকে অবসর নেওয়ার পর এবার কোচিং শুরু করছেন পি আর শ্রীজেশ
হকি থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের কোচ হওয়ার ইচ্ছা রয়েছে পি আর শ্রীজেশের। তিনি জাতীয় জুনিয়র দলের কোচ হিসেবে কাজ শুরু করছেন।
Image credits: Instagram
Bangla
ভারতের পুরুষদের জুনিয়র হকি দলের খেলোয়াড়রা অবশ্য ১৬ নম্বর জার্সি পরবেন
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং জানিয়েছেন, ভারতের সিনিয়র পুরুষ দলের খেলোয়াড়রা আর ১৬ নম্বর জার্সি পরে না খেললেও, জুনিয়র খেলোয়াড়রা এই জার্সি পরে খেলবেন।
Image credits: Instagram
Bangla
জাতীয় জুনিয়র দলের কোচ হিসেবে ভবিষ্যতের তারকাদের গড়ে তুলবেন শ্রীজেশ
ভারতের জাতীয় জুনিয়র হকি দলের কোচ হিসেবে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কাজ করবেন পি আর শ্রীজেশ।
Image credits: Instagram
Bangla
রাহুল দ্রাবিড়কে অনুসরণ করে কোচ হিসেবে সাফল্য পাওয়ার লক্ষ্যে শ্রীজেশ
পি আর শ্রীজেশ জানিয়েছেন, ‘আমি জুনিয়র দলের কোচ হিসেবে কাজ শুরু করতে চাই। রাহুল দ্রাবিড়কে অনুসরণ করে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। তরুণ খেলোয়াড়রদের গড়ে তুলতে চাই।’
Image credits: Instagram
Bangla
সিনিয়র দলের কোচ হওয়ার জন্য ৮ বছরের পরিকল্পনা তৈরি পি আর শ্রীজেশের
পি আর শ্রীজেশ জানিয়েছেন, ২০২৩ সালে তিনি ভারতের সিনিয়র দলের কোচ হতে চান। তার আগে পর্যন্ত জুনিয়র খেলোয়াড়দের তৈরি করতে চাইছেন।
Image credits: Instagram
Bangla
২০২৫ সালে জুনিয়র বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চাইছেন পি আর শ্রীজেশ
২০২৫ সালে জুনিয়র বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য শ্রীজেশের। তিনি ২০২৯ সালের মধ্যে জুনিয়র দল থেকে ২০৪০ জন খেলোয়াড়কে তৈরি করতে চান।