প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি নিশ্চিত পদক হারালেও, সারা দেশ গর্বিত।
ভিনেশ ফোগটের পরিবারের পক্ষ থেকে মহাবীর ফোগট জানিয়েছেন, তাঁরা অলিম্পিক্সে সোনাজয়ীর মতোই স্বাগত জানাবেন।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে ১০০ গ্রাম বেশি ওজন থাকার কারণে বাতিল হয়ে যান ভিনেশ ফোগট। এরপরেই তিনি অবসর ঘোষণা করেছেন।
মহাবীর ফোগট জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত বদল করে ভিনেশ ফোগট যাতে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও যোগ দেন, সেই চেষ্টা করবেন তাঁরা।
প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার পরেও কয়েকদিন সেখানে ছিলেন ভিনেশ ফোগট। শনিবার বাড়ি ফিরছেন এই কুস্তিগীর।
মহাবীর ফোগট জানিয়েছেন, তাঁরা আশা করেছিলেন, কোর্ট অফ আরবিট্রেশনের রায় ভিনেশ ফোগটের পক্ষে যাবে। কিন্তু সেটা না হওয়ায় তাঁরা হতাশ।
মহাবীর ফোগট জানিয়েছেন, তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্য সঙ্গীত ও রিতু ফোগটকে তৈরি করতে চান।
বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, চক্রান্ত করে ভিনেশ ফোগটকে অলিম্পিক্স পদক থেকে বঞ্চিত করা হয়েছে।