প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৯২.৯৭ মিটারের থ্রো করে সোনা জিতেছেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম।
অলিম্পিক্সে পুরুষদের হকিতে একাধিকবার সোনা জিতেছে পাকিস্তান। তবে এবারই প্রথম পাকিস্তানের কোনও অ্যাথলিট অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।
১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে আর্শাদ নাদিমকে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হিলাল-ই-ইমতিয়াজ দেওয়া হচ্ছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে 'আজম-ই-ইস্তেহকাম' শীর্ষক ডাকটিকিট প্রকাশ করা হবে।
২০০৮ সালের অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৯০.৫৭ মিটার থ্রো করে রেকর্ড গড়েছিলেন নরওয়ের আন্দ্রিয়াস থরকিডসেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন আর্শাদ নাদিম।
১৯৮৪ সালের অলিম্পিক্সে পুরুষদের হকিতে সোনা জিতেছিল পাকিস্তান। ৪০ বছর পর অলিম্পিক্সে পাকিস্তানকে সোনা জেতালেন আর্শাদ নাদিম।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, অলিম্পিক্সে সাফল্যের জন্য আর্শাদ নাদিমকে বিশেষভাবে সম্মান জানানো হবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিজে এক বিশেষ অনুষ্ঠানে আর্শাদ নাদিমকে সম্মান জানাবেন।
আর্শাদ নাদিমের আগে পাকিস্তানের অ্যাথলিটদের মধ্যে ব্যক্তিগত ইভেন্টে পদক জেতেন কুস্তিগীর মহম্মদ বশির এবং বক্সার হুসেন শাহ।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘোষণা করেছেন, আর্শাদ নাদিমক ১০০ মিলিয়ন পাকিস্তানি টাকা দেওয়া হবে। আরও অনেক পুরস্কার পেতে চলেছেন নাদিম।