Bangla

ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন আমন সেহরাওয়াত

শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতলেন আমন সেহরাওয়াত। তিনিই ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন।

Bangla

ছোটবেলাতেই বাবা-মাকে হারানোর পর ঠাকুর্দা ও কাকার স্নেহে বড় হয়েছেন

১১ বছর বয়সে বাবা-মাকে হারান আমন সেহরাওয়াত। এরপর তাঁর দায়িত্ব নেন ঠাকুর্দা ও কাকা। তাঁদের সাহায্যেই বড় হয়ে ওঠেন এই কুস্তিগীর।

Image credits: GOOGLE
Bangla

দিল্লির বিখ্যাত ছত্রসাল স্টেডিয়ামে অনুশীলন করে নিজেকে তৈরি করেছেন আমন

দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে অনুশীলন করে অলিম্পিক্সে পদক জিতেছেন যোগেশ্বর দত্ত, রবি কুমার দাহিয়া, সুশীল কুমারের মতো কুস্তিগীররা। আমন সেহরাওয়াতও এই স্টেডিয়ামেই অনুশীলন করেন।

Image credits: GOOGLE
Bangla

২১ বছর বয়সে প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই পদক জয় আমন সেহরাওয়াতের

২১ বছর ২৪ দিন বয়সে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নতুন নজির গড়লেন আমন সেহরাওয়াত।

Image credits: GOOGLE
Bangla

শুক্রবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে হারালেন আমন

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে পুয়ের্তো রিকোর দারিয়ান টই ক্রাজের বিরুদ্ধে ১৩-৫ জয় পেলেন আমন সেহরাওয়াত।

Image credits: GOOGLE
Bangla

অলিম্পিক্সে পদক জিতে পি ভি সিন্ধুর রেকর্ড ভেঙে দিলেন আমন সেহরাওয়াত

২০১৬ সালে রিও অলিম্পিক্সে ২১ বছর ১ মাস ১৪ দিন বয়সে ভারতের কনিষ্ঠতম পদকজয়ী হন পি ভি সিন্ধু। শুক্রবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন আমন সেহরাওয়াত।

Image credits: Instagram
Bangla

মা-বাবা ও দেশকে প্যারিস অলিম্পিক্সের পদক উৎসর্গ করলেন আমন সেহরাওয়াত

পদক জয়ের পর আমন সেহরাওয়াত বলেছেন, 'আমি মা-বাবা ও দেশকে এই পদক উৎসর্গ করছি।'

Image credits: Instagram
Bangla

পদক জিতে প্রয়াত বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে পেরে খুশি আমন সেহরাওয়াত

আমন সেহরাওয়াত বলেছেন, ‘আমার বাবা-মা সবসময় চাইতেন, আমি কুস্তিগীর হই। তাঁরা অলিম্পিক্সের ব্যাপারে কিছু জানতেন না। শুধু চাইতেন আমি কুস্তিগীর হই।’

Image credits: Instagram

কুস্তিগীর ভিনেশ ফোগটে হয়ে মামলা লড়ছেন সেলিব্রিটি আইনজীবী হরিশ সালভে

'অবসরের জন্য এর চেয়ে ভালো সময় হতে পারত না,' বার্তা পি আর শ্রীজেশের

অলিম্পিক্সের ১৩-তম দিন ভারতের জন্য পয়মন্ত হবে? ইতিহাস গড়বেন নীরজ?

'নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ,' প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল সংস্থা