Bangla

সিম কার্ডে বিপদ

একসঙ্গে একগাদা সিম কার্ড রাখতে পারবেন না। একাধিক সিম রাখা অত্যন্ত বিপজ্জন। তেমনই বলছে সিম কার্ডের নতুন নিয়ম।

Bangla

সাবাধান সিমে

২০২৩ সালের টেলিকমিউনিকেশন অ্যাক্ট অনুসারে একজন ব্যক্তি সর্বাধিক সংখ্যক কতগুলি সিম কার্ড রাখতে পারে তা বেঁধে দেওয়া রয়েছে। নিয়ম লঙ্ঘন করতে মোটা টাকা জরিমানা এমনকি কারাদণ্ড হতে পারে।

Image credits: Freepik
Bangla

সিম কার্ডের আইনি সীমা-

দেশব্যাপী জনপ্রতি নয়টি সিম কার্ড একজন ব্যক্তি রাখতে পারে। কিন্তু জম্মু ও কাশ্মীর, অসমের মানুষ ৬টির বেশি সামকার্ড ব্যবহার করতে পারবে না।

Image credits: Freepik
Bangla

সিম-সীমা লঙ্ঘনের শাস্তি

যদি একজন ব্যক্তি নির্ধারিত সিম সীমা লঙ্ঘন করে তাহলে প্রথমবার অপরাধ করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Image credits: Freepik
Bangla

শাস্তি বাড়বে

পরবর্তী প্রতিটি পর্যায় সীমা লঙ্ঘন করে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে

Image credits: Freepik
Bangla

সিম কার্ড জালিয়াতির শাস্তি

২০২৩ সালের নতুন টেলিকমিউনিকেশন যোগাযোগ আইন সিম কার্ড জালিয়াতির জন্য কঠোর ব্যবস্থা রয়েছে। ৩ বছর পর্যন্ত জেল ও ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।

Image credits: Freepik
Bangla

দ্রুত ট্র্যাকিংএর ব্যবস্থা

টেলিকম অপারেটররা সহজেই একজন ব্যক্তির নামে নিবব্ধিত সিম কার্ডের সংখ্যা ট্র্যাক করতে পারে।

Image credits: FREEPIK
Bangla

জালিয়াতি হলে রিপোর্ট করুন

কেউ যদি জালিয়াতি করতে আপনার নামে সিম কার্ড নিয়ে থাকে তাহলে এই অবব্যবহারকে দ্রুত শনাক্ত করা ও রিপোর্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Image credits: FREEPIK
Bangla

নিজেই পরীক্ষা করুন

টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)ব্যক্তিদের তাদের নামে কতগুলি সিম কার্ড নিবব্ধিত আছে তা পরীক্ষা করতে সাহায্য করার জন্য একটি পোর্টাল করেছে।

Image credits: FREEPIK
Bangla

পরীক্ষা করুন

www.sancharsathi.gov.in-এ গিয়ে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আপনার নামে আর কেউ সিম কার্ড তুলে ব্যবহার করছে কিনা।

Image Credits: FREEPIK