Bangla

জব হোল্ডারদের চিঠির বোঝা কাঁধে নিয়ে কৃষি ভবনে তৃণমূল

কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য যন্তর মন্তর থেকে জব হোল্ডারদের চিঠির বোঝা কাঁধে নিয়ে কৃষি ভবনে পৌঁছেছিলেন তৃণমূলের সাংসদরা। অভিষেকও কৃষি ভবনে যান।

Bangla

কৃষি ভবনের মধ্যেই ধর্নায় তৃণমূল সাংসদরা

কেন্দ্রীয় মন্ত্রী দেখা না করার পর তৃণমূলের নেতার কৃষি ভবনের মধ্যেই ধর্নায় বসে। অভিষের একটি ভিডিও বার্তায় বলেছেন, প্রতিমন্ত্রী ৬টার সময় দেখা করবেন বলেও জানিয়েছিলেন।

Image credits: social media
Bangla

.দেখা করার সময় বদল কেন্দ্রীয় মন্ত্রীর

যদিও প্রথমে তিনি বলেছিলেন বেলা ১২টার সময় দেখা করবেন। কিন্তু পরবর্তীকালে তিনি সময় বদল করে জানিয়ে দেন।

Image credits: social media
Bangla

দেড় ঘন্টা বসে থেকেও মেলেনি দেখা

প্রায় দেড় ঘণ্টা তাদের সেখানে বসিয়ে রাখা হয়। তারপর মন্ত্রেকের প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন জানিয়ে দেন তিনি দেখা করতে পারবেন না। 

Image credits: Facebook
Bangla

তৃণমূল সাংসদ ও বিধায়কদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতর থেকেই তৃণমূল সাংসদ ও বিধায়কদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে।

Image credits: Facebook
Bangla

কেড়ে নেওয়া হয় মোবাইল

অভিযোগ একাধিক তৃণমূল নেতার মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছে অমিত শাহের পুলিশ।

Image credits: social media
Bangla

প্রায় ২ ঘণ্টা পর থানা থেকে বেরোন তৃণমূল নেতারা

Image credits: social media
Bangla

রাজভবন অভিযান

বৃহস্পতিবার বেলা ৩টের সময় তৃণমূল রাজভবন অভিযান করবে বলে দিল্লি থেকেই ঘোষণা করেন তিনি।

Image credits: social media
Bangla

বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দেন

এদিন থানা থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দেন।

Image credits: socila media

'ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন'? স্মরণে বীর শহিদ ক্ষুদিরাম বসু

মাতঙ্গিনী হাজরা: প্রাণহীন দেহে তখনও হাতে ধরা ছিল জাতীয় পতাকা

রাত পোহালেই তৃণমূলের শহীদ দিবস, ইতিহাসের পাতা থেকে ১৯৯৩-র ২১ জুলাই

Saayoni Ghosh: সায়নী ঘোষ কোথায়? সকাল থেকেই বাড়িতে নেই তৃণমূল নেত্রী