কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য যন্তর মন্তর থেকে জব হোল্ডারদের চিঠির বোঝা কাঁধে নিয়ে কৃষি ভবনে পৌঁছেছিলেন তৃণমূলের সাংসদরা। অভিষেকও কৃষি ভবনে যান।
West Bengal News Oct 04 2023
Author: Ishanee Dhar Image Credits:social media
Bangla
কৃষি ভবনের মধ্যেই ধর্নায় তৃণমূল সাংসদরা
কেন্দ্রীয় মন্ত্রী দেখা না করার পর তৃণমূলের নেতার কৃষি ভবনের মধ্যেই ধর্নায় বসে। অভিষের একটি ভিডিও বার্তায় বলেছেন, প্রতিমন্ত্রী ৬টার সময় দেখা করবেন বলেও জানিয়েছিলেন।
Image credits: social media
Bangla
.দেখা করার সময় বদল কেন্দ্রীয় মন্ত্রীর
যদিও প্রথমে তিনি বলেছিলেন বেলা ১২টার সময় দেখা করবেন। কিন্তু পরবর্তীকালে তিনি সময় বদল করে জানিয়ে দেন।
Image credits: social media
Bangla
দেড় ঘন্টা বসে থেকেও মেলেনি দেখা
প্রায় দেড় ঘণ্টা তাদের সেখানে বসিয়ে রাখা হয়। তারপর মন্ত্রেকের প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন জানিয়ে দেন তিনি দেখা করতে পারবেন না।
Image credits: Facebook
Bangla
তৃণমূল সাংসদ ও বিধায়কদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতর থেকেই তৃণমূল সাংসদ ও বিধায়কদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে।