নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ডেকে পাঠিয়েছে ইডি।
এই খবর প্রকাশ্যে আসার পরেই বুধবার বৃষ্টিভেজা সকালে অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রীর বাড়িতে খোঁজ চালিয়েছেন সাংবাদিকরা।
বারবার সায়নী ঘোষের ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কাছ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও অনুপস্থিত ছিলেন সায়নী। সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁর বাবা সমর ঘোষ।
সাংবাদিকদের তিনি জানান যে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সায়নী। কোথায় গিয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য জানা নেই।
ইডি-র তরফ থেকে সমন পাঠানোর বিষয়ে সায়নীর বাবা সমর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি সেবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের কোনও যোগসূত্র রয়েছে কিনা, সেই বিষয়টি সন্দেহ করেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।