বাংলার রাজনীতিতে ২১ জুলাই তারিখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সাল ১৯৯৩ তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি
বাংলার মসনদে তখন সিপিএম সরকার, বিরোধী দল কংগ্রেস ১৯৯১-এর বিধানসভা ভোটে সিপিএমের বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ এনেছিল
এই পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১৯৯৩ সালের ২১ জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুবকংগ্রেস কর্মী, বিভিন্ন ক্রসিং-এ গড়া হয় ব্যারিকেড। এরপরই হঠাৎ চলতে থাকে গুলি।
এই অভিযানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জন কংগ্রেস কর্মীর, যুবকংগ্রেস কর্মীদের মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
এই ঘটনার পরই বিরোধী দলের অন্যতম মুখ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়
কার নির্দেশে গুলি চালাল পুলিশ সেই প্রশ্নের আজও মীমাংসা হয়নি। সেসময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য,
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন এবং ২১ জুলাইকে ‘শহীদ দিবসে’র মর্যাদা দেওয়া হয়