Bangla

বসিরহাটে অভিষেক

উত্তর ২৪ পরগনার বসিরহাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রার উপচে পড়া ভিড়।

Bangla

উত্তর ২৪ পরগনায় শেষ দিন

উত্তর ২৪ পরগনায় জনযোগ যাত্রার আজই শেষ দিন। এদিন অভিষেকের মিছিল ঘিকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।

Image credits: Our own
Bangla

জনতার স্রোত

রাস্তার দুই ধারে ছিল জনতার স্রোত। প্রচুর মানুষ অভিষেকের সঙ্গে মিছিয়ে যোগ দেন।

Image credits: Our own
Bangla

জনসংযযাত্রার ৪৭ তম দিন

অভিষেকের জনসংযোগ যাত্রার ৪৭তম দিন সোমবার। তিনি জানিয়েছেন মানুষের উপস্থিতিতে তিনি কৃতজ্ঞ।

Image credits: Our own
Bangla

ত্রিমোহিনী কালীবাড়িতে অভিষেক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ত্রিমোহিনী কালীবাড়িতে যান। সেখানে পুজো দেন। দেবীর পা ছুঁয়ে আশীর্বাদও নেন।

Image credits: Our own
Bangla

মাজার শরীফ পরিদর্শন

অভিষেক বন্দ্যোপাধ্যায় মাজার শরিফ যান। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।

Image credits: Our own
Bangla

অভিষেকের বার্তা

দল-মত-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে এই আন্তরিক সংযোগই গ্রাম বাংলার তৃণমূলস্তরের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসবে।

Image credits: Our own
Bangla

প্রচুর মানুষের ভিড়

অভিষেকের জনসংযোগ যাত্রার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। রাস্তা ছিল লোকারণ্য।

Image credits: Our own
Bangla

স্থায়ীদের সঙ্গে কথাবার্তা

অভিষেক এদিন স্থানীয় একটি ক্লাবে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন।

Image credits: Our own
Bangla

ঠাকুরনগরে উত্তেজনা

রবিবার অভিষেকের জনযোগ যাত্রাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ঠাকুরনগর। সেখানে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে জডিয়ে পড়ে।

Image credits: Our own

স্মরণে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের ‘বহুরূপী’ রাসবিহারী বসু

মে মাসেই কি ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের? কী জানাচ্ছে সংসদ?

নৈহাটির বড়মার অন্নকূটে ২ হাজার কেজি চালের ভোগ নিবেদন

ইতিহাস তৈরি করে মাত্র ৪৫ মিনিটে গঙ্গা পার মেট্রো রেলের