উত্তর ২৪ পরগনার বসিরহাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রার উপচে পড়া ভিড়।
উত্তর ২৪ পরগনায় জনযোগ যাত্রার আজই শেষ দিন। এদিন অভিষেকের মিছিল ঘিকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।
রাস্তার দুই ধারে ছিল জনতার স্রোত। প্রচুর মানুষ অভিষেকের সঙ্গে মিছিয়ে যোগ দেন।
অভিষেকের জনসংযোগ যাত্রার ৪৭তম দিন সোমবার। তিনি জানিয়েছেন মানুষের উপস্থিতিতে তিনি কৃতজ্ঞ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ত্রিমোহিনী কালীবাড়িতে যান। সেখানে পুজো দেন। দেবীর পা ছুঁয়ে আশীর্বাদও নেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মাজার শরিফ যান। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।
দল-মত-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে এই আন্তরিক সংযোগই গ্রাম বাংলার তৃণমূলস্তরের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসবে।
অভিষেকের জনসংযোগ যাত্রার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। রাস্তা ছিল লোকারণ্য।
অভিষেক এদিন স্থানীয় একটি ক্লাবে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন।
রবিবার অভিষেকের জনযোগ যাত্রাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ঠাকুরনগর। সেখানে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে জডিয়ে পড়ে।
স্মরণে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের ‘বহুরূপী’ রাসবিহারী বসু
মে মাসেই কি ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের? কী জানাচ্ছে সংসদ?
নৈহাটির বড়মার অন্নকূটে ২ হাজার কেজি চালের ভোগ নিবেদন
ইতিহাস তৈরি করে মাত্র ৪৫ মিনিটে গঙ্গা পার মেট্রো রেলের