Bangla

মেঘভাঙা বৃষ্টি

মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে লোনাক হ্রদ ফেটে তিস্তায় এল হড়পা বান। ভাঙল জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম।

Bangla

ভয়াবহ দুর্যোগ

ভয়াবহ দুর্যোগের কারণে দক্ষিণ লোনাক হ্রদ আটকে ২৩ জন সেনা। সিকিমের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত এই লেক।

Image credits: freepik
Bangla

হড়পা বান

বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে জল নেমে আসে তিস্তায়। আচমকা হড়পা বান আসে তিস্তার জলস্তর বেড়ে যায়।

Image credits: freepik
Bangla

কেন ভয়ঙ্কর লোনাক লেক

জেনে নিন কেন ভয়ঙ্কর লোনাক লেক। রইল এই লেক প্রসঙ্গে অজানা বেশ কিছু তথ্য।

Image credits: Our own
Bangla

লেকে আয়তন

লোনাক লেক হিমবাহ গলা জলে তৈরি। আড়াই কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া এই লেক। এই লেকের গভীরতা ১০ তলা বাড়ির সমান।

Image credits: freepik
Bangla

সতর্কতা

সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি ও ইউনাইটেজ স্টেটস এয়ারফোর্ট এই লেকটিকে ১৯৬০ ও ১৯৭২ সালে সুপার গ্লেসিয়ার লেক হিসেবে চিহ্নিত করেছিল।

Image credits: freepik
Bangla

লেকের অবস্থান

১৯৭৭ সালে ১৭.৫৪ হেক্টর জমির ওপর অবস্থিত ছিল এই লেকটি। পরে তা বিস্তৃত হয় আরও ৮১.১ হেক্টর। তা ২০০৮ সালে ধরা পড়ে।

Image credits: freepik
Bangla

বিপদের কারণ

এই লেক বিপদজনক কারণ এটি উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। আগে এটি ছোট থাকলেও বরফ জলের কারণে এই লেকের আয়তন বাড়তে থাকে। সে সময় বিশেষজ্ঞরাই সাধারণ মানুষকে সতর্ক করেছিল।

Image credits: Our own
Bangla

কেন বাড়ল জল

১৭,১০০ ফিট উঁচুতে অবস্থিত সুমদ্রতল থেকে। বরফ জলে তৈরি এই লেক। বরফ জলের জন্য ক্রমে বাড়ছে লেকের আয়তন।

Image credits: freepik
Bangla

সব থেকে বড় লেক

এটি হিমবাহের জল থেকে উৎপন্ন হওয়া সব থেকে বড় লেক। বুধবার সকালে উত্তর সিকিমের এই লোকান হ্রদ আচকা ভেঙে যায়। এর কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে।

Image credits: freepik

বৃহস্পতিবার রাজভবন অভিযান অভিষেকের

'ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন'? স্মরণে বীর শহিদ ক্ষুদিরাম বসু

মাতঙ্গিনী হাজরা: প্রাণহীন দেহে তখনও হাতে ধরা ছিল জাতীয় পতাকা

রাত পোহালেই তৃণমূলের শহীদ দিবস, ইতিহাসের পাতা থেকে ১৯৯৩-র ২১ জুলাই