Bangla

আলুর দাম

বৃহস্পতিবার আলু ব্যবসায়ীদের কর্মবিরতি উঠেছে। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি আলুর বাজার। দাম এখনও উর্ধ্বমুখী ।

Bangla

আলুর দাম হাফ সেঞ্চুরি

আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে গত কয়েক দিন ধরেই জ্যোতি আলু বিক্রি হয়েছিল ৩৫-৪০ টাকা কিলো দরে। কোথাও কোথাও আলুর দামে ৫০ টাকার ওপর।

Image credits: freepik
Bangla

আলুর আকাল

ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রাজ্যের অধিকাংশ বাজারেই আলুর জোগান ছিল না। খুচরো বিক্রেতারা হুহু করে দাম বাড়িয়ে আলুর বিক্রি করছিল।

Image credits: freepik
Bangla

ছন্দে ফিরছে বাজার

ধর্মঘট উঠে যাওয়ার প্রায়২৪ ঘণ্টা পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে আলুর বাজার। কিন্তু আলুর জোগান স্বাভাবিক নয়।

Image credits: freepik
Bangla

আলুর দাম

তাই অধিকাংশ জায়গায় আলুর দাম ৩৫ টাকা কিলো। আলুর জোগান ধীরে ধীরে বাড়লেও স্বাভাবিক হতে পারে দাম।

Image credits: freepik
Bangla

আলুর দাম বেশি

শুক্রবারই আলুর দাম স্বাভাবিক নয়। হাওড়ায় জ্যোতি আলুর দাম ৩৫ টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা কিলো।

Image credits: freepik
Bangla

সবজির দাম নিয়ন্ত্রণ

আলুর সঙ্গে সবজির দামও উর্ধ্বগামী রাজ্যে। দাম নিয়ন্ত্রণে কলকাতা সহ জেলার বাজারে অভিযান চালাচ্ছে প্রশাসন।

Image credits: Pexels
Bangla

আলু ব্যবসায়ীদের ধর্মঘট

ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করার ক্ষেত্রেই ক়ড়া পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। তারই প্রতিবাদে শনিবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি শুরু করে।

Image credits: Pexels
Bangla

হিমঘরে আলুর দাম

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায়ের জানিয়েছেন, হিমঘরের সামনে সরকারি প্রস্তাব মেনেই ২৬ টাকা কিলোদরে আলু বিক্রি করবেন পাইকারি বিক্রেতারা।

Image credits: freepik
Bangla

খুচরো বাজারে আলুর দাম

খুচরো বিক্রেতারা কত দামে আলু বিক্রি করবেন আর সধারণ মানুষকে কত টাকা কিলো দরে আলু কিনতে হবে তা বলা তাদের পক্ষে সম্ভব নয়।

Image Credits: freepik