ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রাজ্যের অধিকাংশ বাজারেই আলুর জোগান ছিল না। খুচরো বিক্রেতারা হুহু করে দাম বাড়িয়ে আলুর বিক্রি করছিল।
Image credits: freepik
Bangla
ছন্দে ফিরছে বাজার
ধর্মঘট উঠে যাওয়ার প্রায়২৪ ঘণ্টা পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে আলুর বাজার। কিন্তু আলুর জোগান স্বাভাবিক নয়।
Image credits: freepik
Bangla
আলুর দাম
তাই অধিকাংশ জায়গায় আলুর দাম ৩৫ টাকা কিলো। আলুর জোগান ধীরে ধীরে বাড়লেও স্বাভাবিক হতে পারে দাম।
Image credits: freepik
Bangla
আলুর দাম বেশি
শুক্রবারই আলুর দাম স্বাভাবিক নয়। হাওড়ায় জ্যোতি আলুর দাম ৩৫ টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা কিলো।
Image credits: freepik
Bangla
সবজির দাম নিয়ন্ত্রণ
আলুর সঙ্গে সবজির দামও উর্ধ্বগামী রাজ্যে। দাম নিয়ন্ত্রণে কলকাতা সহ জেলার বাজারে অভিযান চালাচ্ছে প্রশাসন।
Image credits: Pexels
Bangla
আলু ব্যবসায়ীদের ধর্মঘট
ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করার ক্ষেত্রেই ক়ড়া পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। তারই প্রতিবাদে শনিবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি শুরু করে।
Image credits: Pexels
Bangla
হিমঘরে আলুর দাম
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায়ের জানিয়েছেন, হিমঘরের সামনে সরকারি প্রস্তাব মেনেই ২৬ টাকা কিলোদরে আলু বিক্রি করবেন পাইকারি বিক্রেতারা।
Image credits: freepik
Bangla
খুচরো বাজারে আলুর দাম
খুচরো বিক্রেতারা কত দামে আলু বিক্রি করবেন আর সধারণ মানুষকে কত টাকা কিলো দরে আলু কিনতে হবে তা বলা তাদের পক্ষে সম্ভব নয়।