Bangla

শনিবার থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, চড়চড়িয়ে বাড়বে গরম,

ফেব্রুয়ারিতে শীতের আমেজ কাটতে না কাটতেই ফের বাড়ছে গরম। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং আগামী সপ্তাহে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। 

Bangla

বাড়বে গরম

ফেব্রুয়ারির মাঝ বরাবর থেকে বাড়বে মারাত্মক তাপমাত্রা।

Image credits: social media
Bangla

জানিয়েছিল হাওয়া অফিস

সামনের সপ্তাহে যে গরম বাড়বে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।

Image credits: social media
Bangla

বাড়তে শুরু করবে গরম

শনিবার থেকে বদল হবে আবহাওয়া। বাড়তে শুরু করবে গরম। আগামী তিন চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা।

Image credits: Pinterest
Bangla

কলকাতায় তাপমাত্রা

গরম বাড়বে আজ থেকেই। এক ধাক্কায় গরম ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহে কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Image credits: Freepik
Bangla

জেলায় তাপমাত্রা

জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ পেরিয়ে যেতে পারে।

Image credits: Instagram@ashnoorkaur

হু হু করে বইছে নদী, রাজ্যে ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা!

আলুর দামে নেই তেমন হেরফের, বাজার ছন্দে ফিরছে ধীরে ধীরে

লেকের গভীরতা ১০ তলা বাড়ির সমান, রইল লোনাক হ্রদ সম্পর্কে অজানা তথ্য

বৃহস্পতিবার রাজভবন অভিযান অভিষেকের