সংক্ষিপ্ত
- নেতাজীর জন্মদিনে 'জয় শ্রীরাম' স্লোগানে অপমানিত মমতা
- এদিন মমতা বক্তব্য না রেখেই তীব্র প্রতিবাদ জানিয়ে উঠে আসেন
- এদিকে বিশ্বভারতীর ছায়া নেতাজির জন্মদিনে, মনে করালেন অমিত
- 'তুমি তোমাদের বানর সেনাদের বোঝাও',পিঠ বাঁচাতে আক্রমণ কুণালের
নেতাজী জন্মদিনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান শুনে মমতার উঠে যাওয়া কেন্দ্র ব্যপক হইচই রাজ্য-রাজনীতিতে। রাজনৈতিক সভা না হওয়া সত্বেও কেন এমন হলে বল প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছেন মমতা। তবে ভোটের আগে এমন ঘটনায় রীতিমত ক্ষুব্ধ অমিত, কৈলাস, সায়ন্তনেরা। এনিয়ে তাঁরা টুইটও করেছেন।
বিশ্বভারতীর ছায়া নেতাজির জন্মদিনে, 'এটা কী ধরনের রাজনীতি', ক্ষুব্ধ অমিত-কৈলাস
অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, 'বিশ্বভারতীর শতবর্ষ পূর্তিতে অংশ নিতে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারকে অপমান করেছিলেন। তিনি নেতাজির বার্ষিকী উদযাপন উপলক্ষে তার বক্তব্য না দিয়ে একই কাজ করেছেন।' অপরদিকে, 'জয় শ্রীরাম স্লোগানে অপমানিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এটা কী ধরনের রাজনীতি', বলে ক্ষোভ প্রকাশ করেছেন কৈলাস বিজয়বর্গীয়।