লালগড়ে নাড্ডার সভায় যাওয়ার পথে বিজেপিকর্মীদের বাসে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লালগড়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন নাড্ডা।
- Home
- West Bengal
- West Bengal News
- Bengal Election Live 2021- বীরভূমের পর লালগড়, বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন জেপি নাড্ডা
Bengal Election Live 2021- বীরভূমের পর লালগড়, বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন জেপি নাড্ডা
কয়েকদিনের মধ্যেই সম্ভাব্য নির্বাচনের সূচি প্রকাশ্যে আসার কথা। তার আগে আসন দখলের লড়াইতে মরিয়া সকলে। করে টক্করে শামিল বাংলার নেতা-মন্ত্রীরা। একচুয়াল জমি ছাড়তে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রীও। রাত পোহালেই রায়গঞ্জ স্টেডিয়ামে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।
- FB
- TW
- Linkdin
ত্রিপুরায় বিজেপি সরকারকে তোপ মমতার। সেখানে গিয়ে দেখে আসুন। সেখানকার কী অবস্থা। বললেন মুখ্যমন্ত্রী।
কাশ্মীরে শ্রমিকদের মৃত্যু নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করছে রাজ্য। বহরমপুরে বললেন মমতা।
বিজেপি শাসিত রাজ্যে মেয়েদের সম্মান নেই। বাংলায় মেয়েদের সম্মান আছে। বললেন মমতা।
প্রধানমন্ত্রীকে কড়া তোপ মুখ্যমন্ত্রীর। একজন প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যা কথা বলতে পারেন। কোন সরকারি কর্মী মাইনে পাইনি। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
হরে কৃষ্ণ হরে হরে. তৃণমূল ঘরে ঘরে। সিএএ, এনআরসি করতে দেব না। বহরমপুরে বললেন মমতা।
ভোটের আগে বাংলায় অশান্তি চেষ্টা করছে বিজেপি। সংখ্যালঘু দলকে টাকা দিয়েছে বিজেপি। তৃণমূল সবার বন্ধু। বললেন মমতা।
বহরমপুরে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
লক্ষ্যে এবার বহরমপুর, আগের বার জয় না হলেও, এবার তা নিজের দখলে রাখতে মরিয়া তৃণমূল। আজ অধীরের গড় বহরমপুরে সভা করবেন মমতা। সেখান থেকেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন মুখ্যমন্ত্রী।
২১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে রাজনাথ সিং-এর জনসভা, তার আগে রথ ২০ ফেব্রুয়ারি এসে পৌঁছবে শিলিগুড়িতে। উত্তরেও কড়া নজর এবার বিজেপির। মাসে শেষে একাধিক কর্মসূচী।