সংক্ষিপ্ত
- ' মতুয়াদের বলছি আপনারা সবাই নাগরিক
- '৫০-৬০ বছর থাকলে এমনিইতো নাগরিক'
- রাণাঘাটের সভা থেকে বললেন মমতা
- জমির পাট্টা নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী
'মতুয়ারা সবাই নাগরিক' রাণাঘাটের সভা থেকে বললেন মমতা। এনপিআর এনআরসি হতে দেব না বলে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অপরদিকে তিনি জমির পাট্টা নিয়েও কথা বলেছেন।
প্রসঙ্গত, নদিয়া জেলায় অনেকাংশেই মতুয়া সম্প্রদায়ের বাস। তবে সারা বাংলার মতুয়াদের উদ্দেশ্য়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' মতুয়াদের বলছি আপনারা সবাই নাগরিক। ৫০-৬০ বছর থাকলে এমনিইতো নাগরিক। তিনি জানান, এনআরসি-এনপিআর করতে দেব না। অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছে। এদিকে জানুয়ারির শেষেই বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের কাছে আসছেন অমিত শাহ। সেখানে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। তা আগেই জানিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। তবে বিজেপির এহেন কার্যকাণ্ডে বিধ্বস্ত শাসক দল এমনটাই চাপান উতোর রাজনৈতিক মহলে। মতুয়া সম্প্রদায়ের বাড়িতে খাওয়া দাওয়া নিয়েও খোঁচা দেন মমতা।
অপরদিকে তিনি জমির পাট্টা নিয়েও কথা বলেন। 'দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল, আমিই করিয়েছিলাম। যে যেখানে যেমন আছেন, সেখানেই তিনি পাট্টা পাবেন।'