- সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
- হারানো জমি পুনরুদ্ধারে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি
- প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রয়েছে দলীয় কর্মসূচিও
- উদ্বোধন করবেন একাধিক উন্নয়নমূলক প্রকল্প
সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা চার দিনের এই সফরে হারানো জমি পুনরুদ্ধারে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। এদিন প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। তবে এই সফরে ডুয়ার্সে দিকে মূলত জোর দিচ্ছেন তিনি।
লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার শিরোনামে এসেছে কোচবিহার, আলিপুরদুয়ার গোষ্ঠী কোন্দলের খবর। উত্তরের জেলাগুলিতে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব এতটাই বেশি যে কয়েক মাসের ব্যবধানে তিনবার জেলা সভাপতি বদল করা হয়েছে আলিপুরদুয়ারে। তবে সাংগঠনিক বদল আনলেও পুরোপুরি মেটানো যায়নি।লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে উত্তরের একমাত্র চোপড়া ও রাজগঞ্জ বিধানসভা বাদ দিয়ে বাকি ৫২টি আসনেই পিছিয়ে রয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে স্থানীয়দের মন পাওয়ার পাশাপাশি দলীয় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, সোমবার দুপুর ২টা ১০ মিনিটে বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে বাঘাযতীন পার্কে যাবেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিপি সিং। সভাস্থলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার নিরাপত্তাও খতিয়ে দেখেন।সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। উত্তরের পাহাড় থেকে শুরু করে সমতলের ৮ জেলার সর্বত্রই একযোগে এই অনুষ্ঠান শুরু হবে। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তরবঙ্গের ৯ ব্যক্তিত্বকে বঙ্গবিভূষণ প্রদান করবেন তিনি। একই সঙ্গে দুঃস্থ, মেধাবী, কৃতী, পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করবেন এবং উদ্বোধন করবেন একাধিক উন্নয়নমূলক প্রকল্প।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 1, 2021, 10:56 AM IST