- দিল্লিতে সাংবাদিক সম্মেলন অমিত শাহর
- অসম ও বাংলার ভোট নিয়ে বার্তা
- বাংলা ও অসমে প্রথম দফায় সফল বিজেপি
- দুটি রাজ্যের ভোট ছিল শান্তিপূর্ণ
বাংলার ভোট নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রথম দফা নির্বাচনে বাংলা থেকে বিজেপি তিরিশটির মধ্যে ছাব্বিশটি আসন পাবে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে রবিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিক বৈঠক অমিত শাহ বলেন দীর্ঘদিন পরে বাংলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। অমস ভোটের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
After discussions with booth level workers & party leaders, I can say out of 30 seats in West Bengal we will win more than 26 seats. We have got clear indications that BJP will win more than 37 seats out of 47 seats in Assam: Union Home Minister and BJP leader Amit Shah pic.twitter.com/A1dAcKuHtg
— ANI (@ANI) March 28, 2021
শনিবার রাজ্যের পাঁচ জেলার ৩০চি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। যা ছিল মূলত জঙ্গলমহল এলাকায়। গত লোকসভা নির্বাচন থেকে এই এলাকায় শক্তিশালী হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটেই তার প্রভাব পড়বে। দিল্লিতে দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন যে ৩০টি আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে ২০টি আসন পাবে বিজেপি। বুথ স্তরের বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই তিনি এই দাবি করছেন বলেও জানিয়েছেন। অমিত শাহ বলেন দীর্ঘ দিন পরে বাংলায় নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মানুষকেও তাঁরা স্বাগত জানিয়েছেন। তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মহিলাদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন আগামী দিনে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে। ২০০টি আসন পাবে বলেও দাবি করেন তিনি।
Two BJP leaders were discussing over a phone call the demands made for transfer (of officers). These demands were made in writing. There is nothing secret in this. The question which needs to be raised is that who tapped the phone call: Home Minister and BJP leader Amit Shah
— ANI (@ANI) March 28, 2021
অমিত শাহ বলেন বাংলার মানুষ মমতার সরকারির ওপর রীতিমত হতাশ হয়েছে।রাজ্যের মানুষই বাম জমনার অবসান ঘটিয়ে পরিবর্তনের লক্ষ্যে তৃণমূলকে ক্ষমতায় এনে দিয়েছিলেন। কিন্তু ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। আসল পরিবর্তনের লক্ষ্যে রাজ্যের মানুষ এবার বিজেপিকে ভোট দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন, সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিজেপি বাংলার ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি করা হবে। বিজেপি ২০০টিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেছেন অমিত শাহ।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বৈঠক, বাংলাসহ ১২টি রাজ্যের জন্য পাঁচদফা গাইডলাইন কেন্দ্রের
আজ মুলতুবি ভোটের লড়াই, পরস্পরকে রঙিন করে তুলে সৌহার্দ্যের বার্তা রায়গঞ্জের রাজনীতি ময়দানে ...
এদিন সাংবাদিক সম্মেলনে অমিত শাহ অসমের ভোট নিয়েও আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন তাঁদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিজেপি অসমে প্রথম দফায় ভোট হওয়া ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৭টিতে জয় লাভ করবে। অন্যদিকে ভোটমুখী কেরলের জন্য পিনারাই বিজয়ন সরকারেও একহাত নেন অমিত শাহ। সোনা চোরাচালানকাণ্ডকে হাতিয়ার করে নিশানা করেন বাম সরকারকে। তিনি বলেন, সেখানের সরকার নিজেদের দোষ ঢাকতে আর ঠিক কী কী করবে তা কেউ জানে না। কার্যত কেন্দ্রী. তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া কেরল সরকারকে নিশানা করেন তিনি।
Last Updated Mar 28, 2021, 3:51 PM IST
Abhishek Banerjee
Adhir Chowdhury
Amit Shah
AsianetNews Bangla
Assembly election Updates
BJP
CPIM
Congress
Dilip Ghosh
Election Commission
Election News Live Update
Elections Update on Asianet News Bangla
Mamata Banerjee
Mukul Roy
Narendra Modi
Suvendu Adhikari
TMC
West Bengal Assembly Elections 2021
West Bengal Assembly Elections Live Update
West Bengal BJP
West Bengal Election With
অধীর চৌধুরী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অমিত শাহ
কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
দিলীপ ঘোষ
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
বামফ্রন্ট
বিধানসভা নির্বাচনের খবর
বিধানসভা নির্বাচনের খবর এশিয়ানেট নিউজ বাংলায়
বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
মমতা বন্দ্যোপাধ্যায়
মুকুল রায়
শুভেন্দু অধিকারী
সিপিএম নির্বাচন কমিশন