সংক্ষিপ্ত
- গৃহীত হল রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর পদত্যাগপত্র
- বিধানসভায় পদত্যাগপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী
- সোমবার স্পিকারের নির্দেশ মেনে বিধানসভায় যান তিনি
- পদ্ধতিগত-নিয়মগত কিছু ত্রুটির জন্যই তলব করা হল
গৃহীত হল রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র জমা দিয়ে বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্পিকারের নির্দেশ মেনে বিধানসভা এসেছেন তিনি, এবং তাঁর সামনে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বিধানসভার স্পিকার জানান, শুভেন্দু অধিকারীর দুটি পদত্যাগপত্র তার হাতে এসেছে। সেখানে পদ্ধতিগত এবং নিয়মগত কিছু ত্রুটি রয়েছে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে আরও একবার পদত্যাগপত্র জমা দেবার জন্য তলব করা হয়েছে। স্পিকারের নির্দেশ মেনে এদিন বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় এবং কোনরকম চাপের মুখে নতি স্বীকার না করে পদত্যাগপত্র জমা দিচ্ছেন কিনা তা জানতে চান স্পিকার। পরে সাংবাদিক সম্মেলন করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।