03:56 PM (IST) Dec 31
শান্তনুর দাবি মেনে বনগাঁ নিয়ে বড় সিদ্ধান্ত BJP-র

২০২১ এর ভোটে গেরুয়া শিবিরের বিশেষ নজরে মতুয়া ভোট। তাই  শান্তনুর দাবি মেনে মতুয়া এলাকা বনগাঁ কেন্দ্রকে পৃথমক সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করল বঙ্গ বিজেপি।

 

02:58 PM (IST) Dec 31
'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচিতে BJP

সামনেই বিধানসভা ভোট।  'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচি নিয়ে এবার ঘরে ঘরে যাবে BJP।

 

 

 

01:22 PM (IST) Dec 31
তৃণমূলের অনুষ্ঠানে নাম নেই জিতেন্দ্রর

নিজের বিধায়কসভা কেন্দ্রের আনুষ্ঠানে তৃণমূলের তালিকায় নেই জিতেন্দ্র তিওয়ারি। আমন্ত্রণপত্রে জেলার সব নেতাদের নাম থাকলেও, সেখানে জিতেন্দ্রর নাম না থাকায় নতুন করে জল্পনা তুঙ্গে।

 

01:08 PM (IST) Dec 31
কাল শুভেন্দুর সভায় যোগদান করতে পারেন ভাই সৌমেন্দু

কাল নিজের গড় কাঁথিতে ফের সভা করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই যোগদান করতে পারেন ছো়ট ভাই সৌমেন্দু। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবার শুভেন্দুর হাইভোল্টেজ সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন আরও অনেকে।

 

12:53 PM (IST) Dec 31
'২০১১-র আগে মানুষ খেতে পেত না বাংলায়'
12:50 PM (IST) Dec 31
'জনতা আর সইবে না অত্যাচার', 'পিসি'কে তোপ BJP-র
12:17 PM (IST) Dec 31
'অরুপ কিংবা রাজীব যোগ দিতে পারেন BJP'

'অরুপ রায় কিংবা রাজীব বন্দ্য়োপাধ্যায় যোগ দিতে পারেন BJPতে', সৌমিত্র খাঁর এই মন্তব্যে জল্পনা তুঙ্গে।

12:16 PM (IST) Dec 31
বিনয়ের বাড়িতে CBI হানায় চাপের মুখে তৃণমূল

কয়লা-গরু পাচার কাণ্ডে এবার সিবিআই-র নজরে এবার বিনয় মিশ্র। তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালাল এবার সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে একই সঙ্গে লেকটাউন, রাসবিহারি, চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র।
 

 

 

08:02 AM (IST) Dec 31
বঙ্গ ধ্বনি যাত্রায় তৃণমূল
07:59 AM (IST) Dec 31
নয়া বিজেপি সদস্যদের স্বাগত জানালেন সৌমিত্র