২০২১ এর ভোটে গেরুয়া শিবিরের বিশেষ নজরে মতুয়া ভোট। তাই শান্তনুর দাবি মেনে মতুয়া এলাকা বনগাঁ কেন্দ্রকে পৃথমক সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করল বঙ্গ বিজেপি।
নতুন বছরে ফের বাংলায় আসছেন অমিত শাহ। এবার দুদিনে রাজ্য সফরে নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের মন রাখতে একদিন বঁনগায় যাবেন তিনি। এদিকে সিএএ নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন বঁনগার সাংসদ শান্তনু ঠাকুর।
২০২১ এর ভোটে গেরুয়া শিবিরের বিশেষ নজরে মতুয়া ভোট। তাই শান্তনুর দাবি মেনে মতুয়া এলাকা বনগাঁ কেন্দ্রকে পৃথমক সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করল বঙ্গ বিজেপি।
সামনেই বিধানসভা ভোট। 'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচি নিয়ে এবার ঘরে ঘরে যাবে BJP।
নিজের বিধায়কসভা কেন্দ্রের আনুষ্ঠানে তৃণমূলের তালিকায় নেই জিতেন্দ্র তিওয়ারি। আমন্ত্রণপত্রে জেলার সব নেতাদের নাম থাকলেও, সেখানে জিতেন্দ্রর নাম না থাকায় নতুন করে জল্পনা তুঙ্গে।
কাল নিজের গড় কাঁথিতে ফের সভা করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই যোগদান করতে পারেন ছো়ট ভাই সৌমেন্দু। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবার শুভেন্দুর হাইভোল্টেজ সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন আরও অনেকে।
'অরুপ রায় কিংবা রাজীব বন্দ্য়োপাধ্যায় যোগ দিতে পারেন BJPতে', সৌমিত্র খাঁর এই মন্তব্যে জল্পনা তুঙ্গে।
কয়লা-গরু পাচার কাণ্ডে এবার সিবিআই-র নজরে এবার বিনয় মিশ্র। তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালাল এবার সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে একই সঙ্গে লেকটাউন, রাসবিহারি, চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র।