দাদা শুভেন্দুর হাত ধরেই কাঁথিতে বিজেপিতে যোগদান করলেন সৌম্যেন্দু অধিকারী।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- BJPতে যোগ দিলেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু, কাঁথি সভা ঘিরে শুভেচ্ছার ঢেউ
Election Live Update- BJPতে যোগ দিলেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু, কাঁথি সভা ঘিরে শুভেচ্ছার ঢেউ

পয়লা জানুয়ারি শুক্রবার বিজেপিতে যোগ দেবেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু। নতুন বছরের প্রথমদিনেই শুভেন্দুর হাত ধরে কাঁথিতে বিজেপিতে যোগ দিতে চলেছেন সৌম্যেন্দু অধিকারী। তবে শুধু সৌম্যেন্দুই নয় আরও অনেকই যে তৃণমূল ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে, তার আভাষ আগাম দিয়েছেন সৌমিত্র খাঁ।
BJPতে যোগ দিলেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু
সৌম্যেন্দু অধিকারীও পৌছে গিয়েছেন সভা মঞ্চে
সৌম্যেন্দু অধিকারীও পৌছে গিয়েছেন শুভেন্দুর সভা মঞ্চে।
নতুন বছরের শুভেচ্ছা জানালেন দিলীপ
১৬ জন কাউন্সিলর ও ৫ হাজার তৃণমূল কর্মী BJP-তে যোগ
সোনাচুঁড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কাঁথির মোট ১৬ জন কাউন্সিলরও যোগ দেবেন বিজেপিতে। একইসঙ্গে মোট ৫ হাজার তৃণমূল কর্মীও বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
'আজই বিজেপিতে যোগ সৌমেন্দুর', ঘোষণা শুভেন্দুর
বর্ষবরণে শুভেন্দুর জোড়া সভা বাংলায়।' শুক্রবার বিজেপিতে যোগ দেবে সৌম্যেন্দু', তাঁর প্রথম সভা নন্দীগ্রামের সোনাচূড়ায় সোনাচূড়ায় ঘোষণা করলেন দাদা শুভেন্দু।
আসানসোলের বিজেপি কার্যালয়ে ভাঙচুর
আসানসোলের বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়া তৃণমূল।
রাজ্যপালের শুভেচ্ছা টুইট ঘিরেও বিতর্ক
বর্ধমানের নীলপুর ক্রমশই উত্তপ্ত হচ্ছে
বর্ধমানের নীলপুরে মারধর, তৃণমূল-বিজেপির বচসা ঘিরে ধুন্ধমার
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করলেন সুব্রত বক্সী
দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন ডেরেক'ও ব্রায়েন সহ তৃণমূল নেতা কর্মীরা।
ভোটের আগে ফের বিতর্ক বিশ্বভারতীতে
ভোটের আগে ফের বিতর্ক বিশ্বভারতীতে। বন্ধ আলাপণী সমিতির ঘর। প্রতিবাদে প্রাক্তনীরা।
আজ পুরুলিয়ায় ঝটিকা সফর রাজ্যপালের
আজ পুরুলিয়ায় ঝটিকা সফর রাজ্যপালের।
তৃণমূলের জন্মদিনে দলের সবাইকে কৃতজ্ঞতা মমতার
বর্ষবরণে শুভেন্দুর জোড়া সভা বাংলায়
বর্ষবরণে শুভেন্দুর জোড়া সভা বাংলায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং কাঁথিতে জোড়া সভা করবেন শুভেন্দু।