- Home
- West Bengal
- West Bengal News
- রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
WB Winter Forecast: পরপর তিনদিন বঙ্গে হাওয়া বদল। কতটা নামল পারদ? উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর আবহাওয়া নিয়ে রইল আলিপুর আবহাওয়া দফতরের আপডেট। জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বঙ্গে হিমেল হাওয়ার পরশ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গত তিনদিনে স্বাভাবিকের অনেকটাই নীচে নেমেছে তাপমাত্রা। মঙ্গলবার ভোরবেলার দিকেও তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল, তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই ছিল।
রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া
কোচবিহারে আজকের সর্বনিম্ন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও দৃশ্যমানতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার এক-দু’টি স্থানে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আজও শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে এবং কোনো বিশেষ সতর্কতা জারি হয়নি। কলকাতার পূর্বাভাসকলকাতা ও আশপাশে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে, ভোরে হালকা কুয়াশা দেখা যেতে পারে; সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৫°C ও ১৫°C থাকার সম্ভাবনা
আরও নামবে পারদ?
আজ সকাল ১১টা ৩০ মিনিটে কলকাতায় সর্বোচ্চ ২৫.৪°C (স্বাভাবিকের চেয়ে ২.৪°C কম), সর্বনিম্ন ১৫.২°C (স্বাভাবিকের চেয়ে ১.৪°C কম), আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪% ও সর্বনিম্ন ৪৪% রেকর্ড হয়েছে; বৃষ্টিপাত ০ মিমি
জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই আগামী এক সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে দফতর। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা, বন্দর সতর্কতা বা স্ফীতি তরঙ্গের সতর্কতা জারি নেই।

