কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। তিনটি সংশোধিত কৃষি আইন সম্পর্কে কিছু না জেনে আন্দোলন করছে। আলুর দগাম বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- 'বিজেপিতে যোগ দিয়েছি, আর এঁদের পায়ে কাঁটা ফুটেছে, লাফাচ্ছে', তৃণমূলকে তোপ শুভেন্দুর
Election Live Update- 'বিজেপিতে যোগ দিয়েছি, আর এঁদের পায়ে কাঁটা ফুটেছে, লাফাচ্ছে', তৃণমূলকে তোপ শুভেন্দুর
কলকাতায় ফের বিজেপির মেগামিছিল। সোমবারের এই রোড শো-তে থাকার কথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের। পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। এদিকে ব্যাক্তিগত কারণে এই মিছিলে থাকছেন না বলে জানালেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। তা নাহলে বাংলার উন্নয়ন হবে না। টেট, এসএসসি যাতে সময়মতো হয়। তা নিয়ে বিজেপির সঙ্গে ডিল হয়েছে। মন্তব্য শুভেন্দু।
গড়বেতা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু। তৃণমূলের জোড়া সভাকে কটাক্ষ করলেন শুভেন্দু। ছোট আঙারিয়া দিবসে গড়বেতার শুভেন্দু।
গড়বেতার জনসভায় শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কর্মীর আহ্বান জানালেন শুভেন্দু। ছোট আঙারিয়া প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন শুভেন্দু।
খিদিরপুর থেকে বিজেপির পদযাত্রায় ঢিল ছোঁড়ার অভিযোগ। ওয়াটগঞ্জে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। বিজেপির পদযাত্রায় তৃণমূলের অস্থায়ী মঞ্চ। সেখান থেকে ঢিল ছোঁড়ার অভিযোগ।
বর্ধমান সফরে গিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য়ে কোনও আিন মানা হচ্ছে না বলে ফের দাবি করলেন তিনি। সরকারিকর্মী ও আধিকারিকরা দলদাসে পরিণত হয়েছেন বলে দাবি করলেন রাজ্যপাল।
আলিপুর থেকে শুরু মিছিল, তবে মিছিলে নেই শোভন চট্টোপাধ্যায়, মিছিলে পা মিলিয়েছেন বিজয়বর্গীয় ও মুকুল রায়।
শোভন-বৈশাখী-কে সামনে রেখে এই মিছিল করার কথা ছিল, কিন্তু, সেই শোভন-বৈশাখী থাকছেন না এই মিছিলে।
বিজেপি-র মিছিলে পুলিশের অনুমতি, তবে শর্ত দিয়েছে পুলিশ, মিছিলে কোনও বাইক ও গাড়ি থাকবে না, মিছিলের রুটও ছোট করা হয়েছে, যার ফলে মিছিল এখন যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত।
পূর্ব ঘোষণা মতো আজ বিজেপি নেতা রাকেশ সিং -এর একটি মিছিল তার বাড়ি ওরফান গঞ্জ রোড থেকে শুরু হয়ে আলিপুর চিড়িয়াখানা হয়ে বিজেপি পার্টি অফিস যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকাল থেকে কলকাতা রাকেশ সিংয়ের বাড়ির সামনে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। কাউকে ঢুকতে দেওয়ার হচ্ছে না।
'কোনও অনুমতির প্রয়োজন নেই, মিছিলের হবেই' হুঙ্কার দিলীপের
সোমবার অভিষেক-পিকের সঙ্গে বৈঠকে বসবে বিমল গুরুং। ওই বৈঠকে বিনয় তামাংদেরও থাকার কথা।
হল না পাওয়ার জন্য শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মিমের মালদহে র কর্মসূচি।
শোভন-বৈশাখির র্যালিতে এখনও পুলিশের অনুমতি মেলেনি। তবে বৈঠকে ঠিক হয়েছে পুলিশের সঙ্গে সংঘাতে যাবে না বিজেপি।
সোমবার সস্ত্রীক বর্ধমান সফরে রাজ্যপাল। টুইট ঘিরে চাপান উতোর রাজনৈতিক মহলে।
বাংলায় ১০০ আসনে পার্থী দেবে শিবসেনা, জানালেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার।