৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা, আরও কত ডিগ্রি নামবে তাপমাত্রা? রইল আপডেট
পশ্চিমবঙ্গে শীতের আমেজ আরও সাত দিন চলবে। অবাধে উত্তুরে হাওয়া বওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ক্রমে কমছে পারদ। শীতের আমেজ চলবে। আরও সাত দিন শীতের স্পেল। উত্তুরে হাওয়া অবাধ গতিতে বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে অবস্থান করছে। এখন প্রশ্ন হল কতদিন থাকবে এই আবহাওয়া? মিলল আগামী সাত দিনের আবহাওয়ার আপডেট। জেনে নিন আর কত কমবে তাপমাত্রা। কতদিনই বা থাকবে ঠান্ডা?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী এক সপ্তাহ এমনই ঠান্ডা আবহাওয়া। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আবহাওয়া। সকালে হালকা শিশির কুয়াশা থাকবে। তবে নেই কোনও বৃষ্টির সম্ভাবনা।
আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলোতে তাপমাত্রা ঘোরা ফেরা করবে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। উপকূলের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কমবে কলকাতার তাপমাত্রাও। কিন্তু, বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গের কোনও রাজ্যেই।
ঠান্ডা বাড়ছে উত্তরবঙ্গেও। দার্জিলিং-এ কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাকি জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। তেমনই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই সাত জেলায় রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস।
অর্থাৎ আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের পারদ একই থাকবে। দিনের তাপমাত্রা ওঠানামা করতে পারে। তবে সারা বাংলা জুড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

