5:00 PM IST
বাবুল সুপ্রিয়-কে আইনি নোটিশ অভিষেকের
বুধবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা-র নাম করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে একই ধরণের অভিযোগ-কে কেন্দ্র করে এক মামলায় বাবুল সুপ্রিয়োর এই ধরণের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সাক্ষ্য-প্রমাণ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য করতে পারবেন না বাবুল, এমনটাই রায় দেওয়া হয়েছিল। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দুর্নীতির অভিযোগ করায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ৭২ ঘন্টার মধ্যে বাবুল সুপ্রিয়কে ক্ষমা চাইতে বলা হয়েছে।
4:47 PM IST
বিশ্বভারতীতে রাজনীতি হবে নাঃ শুভেন্দু
বিশ্বভারতীতে রাজনীতি হবে না। তৃণমূলকে উৎখাত করতে হবে। তৃণমূলের নৌকায় জল ঢুকেছে। ভারতী ঘোষ ও শুভেন্দু অধিকারী রাজ্যে পদ্ম ফোটাবো। সবংয়ের সভা থেকে বললেন শুভেন্দু
4:43 PM IST
তৃণমূল ফুটো নৌকা ঃ শুভেন্দু
তৃণমূল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তৃণমূল এখন ফুটো নৌকা হয়ে গিয়েছে। যে কোনও সময় ডুবে যাবে। তৃণমূলকে আমফান দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু।
4:41 PM IST
তোলাবাজ ভাইপো, ফের স্লোগান শুভেন্দুর
সবংয়ে সভা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর। তৃণমূল তাঁকে বিশ্বাসঘাতকতা বলায় তার সমালোচনা করলেন শুভেন্দু। উদাহরন দিয়ে বুঝিয়ে দেন তৃণমূল কখন বিজেপির হাত ধরেছিল।
4:34 PM IST
তৃণমূল বিধায়কের হার্ট ব্রেক হয়েছে ঃ দিলীপ
জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিধায়ক অনন্তদেব অধিকারী সাংবাদিককে চড় মারেন বলে অভিযোগ। সেই ঘটনার তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়কের হার্ট ব্রেক হয়ে গিয়েছে। মন্তব্য দিলীপের।
4:32 PM IST
BJP -তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবি
BJP -তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবি।
3:38 PM IST
'কেন্দ্রীয় প্রকল্প থেকে পিসির কাটমানি নেওয়ার ঘটনা ফের প্রকাশ্যে'
কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে পিসির কাটমানি নেওয়ার ঘটনা ফের প্রকাশ্যে!
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
পিসির কাছে দেশের উন্নতিতে কাজ করা মানুষরা বহিরাগত আর পিসি অন্য দেশের মানুষের কাছে করছে মাথা নত । pic.twitter.com/LWTLSjxern
3:20 PM IST
বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র
এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি বলেন, লক্ষ্মীরতন শুক্লাকে দেখে যেসব এলাকাবাসী রাজনীতি করতে আসতেন, তাঁরা আর আসবেন না। দলের একাংশ ক্ষমতা আঁকড়ে থাকার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর।
3:13 PM IST
মমতাকে ফের দুষলেন রাজ্যপাল
বিধানসভা ভোটের আগে জেলা সফর করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনখড়। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দেন রাজ্যপাল। পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ঠিকভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন বলে অভিযোগ করেন জগদীপ ধনখড়।
3:10 PM IST
সৌরভের উপর চাপ নেই বিজেপি-র,আছে লাল কার্পেট
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর বিজেপির পক্ষ থেকে কোনও রাজনৈচতিক চাপ নেই বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। সৌরভকে 'বাংলার বাঘ' বলে উল্লেখ করে তিনি বলেন, প্রাক্তন ভারত অধিনায়ক গেরুয়া শিবিরে আসতে চাইলে লাল কার্পেট পেতে তাঁকে বরণ করা হবে।
2:51 PM IST
১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতার সভা
পাখির চোখ নন্দীগ্রাম। আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। ৭ জানুয়ারি সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। কোভিডে আক্রান্ত হয়েছিলেন রামনগরের বিধা.ক অখিল গিরি। তিনি সুস্থ হওয়ার পর ১৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর প্রস্তাবিত সভা করবেন মমতা।
2:00 PM IST
আজ সবংয়ে সভা শুভেন্দুর
বুধবার মেদিনীপুরের সবংয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। এদিকে ৮ জানুয়ারি একই জায়গায় পাল্টা সভা করার কথা ঘোষণা তৃণমূলের।
1:46 PM IST
'নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম'
এখন এ রাজ্যে সরকারি হোমেও নারীরা সুরক্ষিত নয়। NCRB র তথ্য অনুযায়ী নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম।
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
ছিঃ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার নারীদের সুরক্ষার প্রদানে ব্যর্থ পিসি ! pic.twitter.com/YvkivKA00G
1:42 PM IST
আগামী সপ্তাহেই সভা শুরু করবেন শোভন-বৈশাখী
সোমবারের রোড শ্যো-এ অনুপস্থিতি নিয়ে অনেক জল ঘোলার পর, নতুন করে আবার যাত্রা শুরু করতে আগামী সপ্তাহেই সভা শুরু করবেন শোভন-বৈশাখী।
12:30 PM IST
কেন্দ্রীয় পদ পেলেন শুভেন্দু
দলে আসার কয়েকদিনের মধ্যেই বড় পূরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন তিনি। সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
12:14 PM IST
উত্তর ২৪ পরগণার মাটি চেনে না বিজেপি
কাকলী ঘোষদস্তিদার এদিন বলেন, উত্তর ২৪ পরগণার মাটি চেনে না বিজেপি। এই মাটি স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের মাটি। বিজেপি স্বাধীনতা সংগ্রামে অংশ তো নেয়নি, উল্টে তাঁদের নেতা সাভারকর ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে মুক্ত হয়েছিলেন।
12:14 PM IST
চাণক্য বর্ণিত সুশাসন তুলে ধরেছেন মমতা
চাণক্য সুশাসনের যে পথ দেখিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই পথেই বাংলায় সুশাসন এনেছেন।
12:11 PM IST
৪৩ শতাংশের বেশি কর্মের সূযোগ করেছেন মমতা
তৃণমূল সাংসদ কাকলী ঘোষদস্তিদার সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদী সরকারকে অর্থনীতি নিয়ে াক্রমণ করলেনষ। তাঁর দাবি কোভিড মহামারির মধ্যেও বাংলার অর্থনীতি এগিয়েছে। ৪৩ শতাংশ বেশি কর্মের সুযোগ করেছেন মমতা।
12:00 PM IST
মুখ্যমন্ত্রীর রাজত্বে নারীরাই অসুরক্ষিত
মুখ্যমন্ত্রীর রাজত্বে নারীরাই অসুরক্ষিত!
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
১০ বছরের এক নাবালিকাকেও ৩ দিন ধরে অমানবিক, পাশবিক অত্যাচারের শিকার হতে হলো। এটাই পিসির আমলে নারী সুরক্ষার হাল।
কাদেরকে আড়াল করতে চাইছেন পিসি? pic.twitter.com/jElLtLtIYS
11:58 AM IST
'মমতা নামের কলঙ্ক পিসি'
পিসির মতোই নির্মম তাঁর সরকারি কর্মীরা। হাতে স্যালাইনের চ্যানেল সমেত রোগিণীকে দিয়ে হাসপাতালের মেঝে ঝাঁট দেওয়ান হলো। পিসির রাজত্বে সব ক্ষেত্রেই অরাজকতা।
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
মমতা নামের কলঙ্ক পিসি! pic.twitter.com/yu4yDjEPEh
11:56 AM IST
CAA নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা
৩০ জানুয়ারি পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যাবেন অমিত শাহ। এবার CAA নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
10:08 AM IST
'হারার ভয়ে ব্রেক ফেল তৃণমূলের'
'হারার ভয়ে ব্রেক ফেল ', সাংবাদিককে চড় মারার প্রসঙ্গে তৃণমূল বিধায়ককে কটাক্ষ দিলীপের।
8:28 AM IST
১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাচ্ছেন মমতা
১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাচ্ছেন মমতা, তেখালিতে তিনি এবার সভা করবেন।
7:46 AM IST
'ডাক দিয়েছে জনতা, বাংলা ছাড়ো মমতা'
বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাট শিল্প। একের পর এক জুটমিল কারখানা বন্ধ। পিসির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই।
— BJP Bengal (@BJP4Bengal) January 5, 2021
ডাক দিয়েছে জনতা, বাংলা ছাড়ো মমতা। pic.twitter.com/WS24VxvRET
7:44 AM IST
'পরিবর্তনের পরিবর্তন চাই'
পরিবর্তনের পরিবর্তন চাই, বাংলা বলছে বিজেপি তাই #BJP4SonarBangla
— BJP Bengal (@BJP4Bengal) January 5, 2021
সাংগঠনিক বর্ধমান পূর্ব জেলায় বিশাল জনসভা এবং যোগদান মেলায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রী @DilipGhoshBJP এবং সাংসদ শ্রী @SSAhluwaliaMP pic.twitter.com/mwBD0sFbIc
5:06 PM IST:
বুধবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা-র নাম করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে একই ধরণের অভিযোগ-কে কেন্দ্র করে এক মামলায় বাবুল সুপ্রিয়োর এই ধরণের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সাক্ষ্য-প্রমাণ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য করতে পারবেন না বাবুল, এমনটাই রায় দেওয়া হয়েছিল। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দুর্নীতির অভিযোগ করায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ৭২ ঘন্টার মধ্যে বাবুল সুপ্রিয়কে ক্ষমা চাইতে বলা হয়েছে।
4:47 PM IST:
বিশ্বভারতীতে রাজনীতি হবে না। তৃণমূলকে উৎখাত করতে হবে। তৃণমূলের নৌকায় জল ঢুকেছে। ভারতী ঘোষ ও শুভেন্দু অধিকারী রাজ্যে পদ্ম ফোটাবো। সবংয়ের সভা থেকে বললেন শুভেন্দু
4:43 PM IST:
তৃণমূল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তৃণমূল এখন ফুটো নৌকা হয়ে গিয়েছে। যে কোনও সময় ডুবে যাবে। তৃণমূলকে আমফান দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু।
4:42 PM IST:
সবংয়ে সভা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর। তৃণমূল তাঁকে বিশ্বাসঘাতকতা বলায় তার সমালোচনা করলেন শুভেন্দু। উদাহরন দিয়ে বুঝিয়ে দেন তৃণমূল কখন বিজেপির হাত ধরেছিল।
4:37 PM IST:
জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিধায়ক অনন্তদেব অধিকারী সাংবাদিককে চড় মারেন বলে অভিযোগ। সেই ঘটনার তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়কের হার্ট ব্রেক হয়ে গিয়েছে। মন্তব্য দিলীপের।
4:34 PM IST:
BJP -তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবি।
3:39 PM IST:
কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে পিসির কাটমানি নেওয়ার ঘটনা ফের প্রকাশ্যে!
পিসির কাছে দেশের উন্নতিতে কাজ করা মানুষরা বহিরাগত আর পিসি অন্য দেশের মানুষের কাছে করছে মাথা নত । pic.twitter.com/LWTLSjxern
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে পিসির কাটমানি নেওয়ার ঘটনা ফের প্রকাশ্যে!
পিসির কাছে দেশের উন্নতিতে কাজ করা মানুষরা বহিরাগত আর পিসি অন্য দেশের মানুষের কাছে করছে মাথা নত । pic.twitter.com/LWTLSjxern
3:20 PM IST:
এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি বলেন, লক্ষ্মীরতন শুক্লাকে দেখে যেসব এলাকাবাসী রাজনীতি করতে আসতেন, তাঁরা আর আসবেন না। দলের একাংশ ক্ষমতা আঁকড়ে থাকার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর।
3:13 PM IST:
বিধানসভা ভোটের আগে জেলা সফর করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনখড়। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দেন রাজ্যপাল। পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ঠিকভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন বলে অভিযোগ করেন জগদীপ ধনখড়।
3:13 PM IST:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর বিজেপির পক্ষ থেকে কোনও রাজনৈচতিক চাপ নেই বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। সৌরভকে 'বাংলার বাঘ' বলে উল্লেখ করে তিনি বলেন, প্রাক্তন ভারত অধিনায়ক গেরুয়া শিবিরে আসতে চাইলে লাল কার্পেট পেতে তাঁকে বরণ করা হবে।
2:53 PM IST:
পাখির চোখ নন্দীগ্রাম। আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। ৭ জানুয়ারি সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। কোভিডে আক্রান্ত হয়েছিলেন রামনগরের বিধা.ক অখিল গিরি। তিনি সুস্থ হওয়ার পর ১৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর প্রস্তাবিত সভা করবেন মমতা।
2:01 PM IST:
বুধবার মেদিনীপুরের সবংয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। এদিকে ৮ জানুয়ারি একই জায়গায় পাল্টা সভা করার কথা ঘোষণা তৃণমূলের।
1:46 PM IST:
এখন এ রাজ্যে সরকারি হোমেও নারীরা সুরক্ষিত নয়। NCRB র তথ্য অনুযায়ী নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম।
ছিঃ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার নারীদের সুরক্ষার প্রদানে ব্যর্থ পিসি ! pic.twitter.com/YvkivKA00G
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
এখন এ রাজ্যে সরকারি হোমেও নারীরা সুরক্ষিত নয়। NCRB র তথ্য অনুযায়ী নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম।
ছিঃ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার নারীদের সুরক্ষার প্রদানে ব্যর্থ পিসি ! pic.twitter.com/YvkivKA00G
1:44 PM IST:
সোমবারের রোড শ্যো-এ অনুপস্থিতি নিয়ে অনেক জল ঘোলার পর, নতুন করে আবার যাত্রা শুরু করতে আগামী সপ্তাহেই সভা শুরু করবেন শোভন-বৈশাখী।
12:33 PM IST:
দলে আসার কয়েকদিনের মধ্যেই বড় পূরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন তিনি। সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
12:21 PM IST:
কাকলী ঘোষদস্তিদার এদিন বলেন, উত্তর ২৪ পরগণার মাটি চেনে না বিজেপি। এই মাটি স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের মাটি। বিজেপি স্বাধীনতা সংগ্রামে অংশ তো নেয়নি, উল্টে তাঁদের নেতা সাভারকর ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে মুক্ত হয়েছিলেন।
12:15 PM IST:
চাণক্য সুশাসনের যে পথ দেখিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই পথেই বাংলায় সুশাসন এনেছেন।
12:13 PM IST:
তৃণমূল সাংসদ কাকলী ঘোষদস্তিদার সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদী সরকারকে অর্থনীতি নিয়ে াক্রমণ করলেনষ। তাঁর দাবি কোভিড মহামারির মধ্যেও বাংলার অর্থনীতি এগিয়েছে। ৪৩ শতাংশ বেশি কর্মের সুযোগ করেছেন মমতা।
12:00 PM IST:
মুখ্যমন্ত্রীর রাজত্বে নারীরাই অসুরক্ষিত!
১০ বছরের এক নাবালিকাকেও ৩ দিন ধরে অমানবিক, পাশবিক অত্যাচারের শিকার হতে হলো। এটাই পিসির আমলে নারী সুরক্ষার হাল।
কাদেরকে আড়াল করতে চাইছেন পিসি? pic.twitter.com/jElLtLtIYS
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
মুখ্যমন্ত্রীর রাজত্বে নারীরাই অসুরক্ষিত!
১০ বছরের এক নাবালিকাকেও ৩ দিন ধরে অমানবিক, পাশবিক অত্যাচারের শিকার হতে হলো। এটাই পিসির আমলে নারী সুরক্ষার হাল।
কাদেরকে আড়াল করতে চাইছেন পিসি? pic.twitter.com/jElLtLtIYS
11:59 AM IST:
পিসির মতোই নির্মম তাঁর সরকারি কর্মীরা। হাতে স্যালাইনের চ্যানেল সমেত রোগিণীকে দিয়ে হাসপাতালের মেঝে ঝাঁট দেওয়ান হলো। পিসির রাজত্বে সব ক্ষেত্রেই অরাজকতা।
মমতা নামের কলঙ্ক পিসি! pic.twitter.com/yu4yDjEPEh
— BJP Bengal (@BJP4Bengal) January 6, 2021
পিসির মতোই নির্মম তাঁর সরকারি কর্মীরা। হাতে স্যালাইনের চ্যানেল সমেত রোগিণীকে দিয়ে হাসপাতালের মেঝে ঝাঁট দেওয়ান হলো। পিসির রাজত্বে সব ক্ষেত্রেই অরাজকতা।
মমতা নামের কলঙ্ক পিসি! pic.twitter.com/yu4yDjEPEh
11:58 AM IST:
৩০ জানুয়ারি পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যাবেন অমিত শাহ। এবার CAA নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
10:10 AM IST:
'হারার ভয়ে ব্রেক ফেল ', সাংবাদিককে চড় মারার প্রসঙ্গে তৃণমূল বিধায়ককে কটাক্ষ দিলীপের।
8:29 AM IST:
১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাচ্ছেন মমতা, তেখালিতে তিনি এবার সভা করবেন।
7:46 AM IST:
বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাট শিল্প। একের পর এক জুটমিল কারখানা বন্ধ। পিসির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই।
ডাক দিয়েছে জনতা, বাংলা ছাড়ো মমতা। pic.twitter.com/WS24VxvRET
— BJP Bengal (@BJP4Bengal) January 5, 2021
বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাট শিল্প। একের পর এক জুটমিল কারখানা বন্ধ। পিসির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই।
ডাক দিয়েছে জনতা, বাংলা ছাড়ো মমতা। pic.twitter.com/WS24VxvRET
7:45 AM IST:
পরিবর্তনের পরিবর্তন চাই, বাংলা বলছে বিজেপি তাই #BJP4SonarBangla
সাংগঠনিক বর্ধমান পূর্ব জেলায় বিশাল জনসভা এবং যোগদান মেলায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রী @DilipGhoshBJP এবং সাংসদ শ্রী @SSAhluwaliaMP pic.twitter.com/mwBD0sFbIc
— BJP Bengal (@BJP4Bengal) January 5, 2021
পরিবর্তনের পরিবর্তন চাই, বাংলা বলছে বিজেপি তাই #BJP4SonarBangla
সাংগঠনিক বর্ধমান পূর্ব জেলায় বিশাল জনসভা এবং যোগদান মেলায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রী @DilipGhoshBJP এবং সাংসদ শ্রী @SSAhluwaliaMP pic.twitter.com/mwBD0sFbIc