ঠাকুরনগরের মতুয়া সভায় এসে বাংলার কৃষকদের জন্য ১৮ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন অমিত শাহ। 'বাংলার কৃষকদের টাকা দিয়ে কেনা যায় না'-শনিবার সেই প্রসঙ্গেরই পাল্টা জবাব দিলেন অভিষেক।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-'তৃণমূলে থাকলে দমবন্ধ, বিজেপি তো আইসিইউ-তে চলে গেছে', দলত্যাগীদের তীব্র কটাক্ষ অভিষেকের
Election Live Update-'তৃণমূলে থাকলে দমবন্ধ, বিজেপি তো আইসিইউ-তে চলে গেছে', দলত্যাগীদের তীব্র কটাক্ষ অভিষেকের
ভোটের আগে ভরাডুবি তৃণমূলের। একদিকে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদি। পাশাপাশি মোদী-শাহ-র প্রশংসায় পঞ্চমুখ দীনেশ ত্রিবেদী। অপরদিকে সাংসদ পদের ইস্তফা দেওয়ার জল্পনা বাড়িয়ে দিল্লি পৌছলেন তৃণমূল ত্যাগী তমলুকের সাংসদ দিব্য়েন্দু অধিকারী। দিব্যন্দুও গেরুয়া শিবিরে যোগ দেবেন বলেই চাপান উতোর রাজনৈতিক মহলে। পাশাপাশি দীনেশ ত্রিবেদির দলবদলের ইঙ্গিতে সরগরম রাজ্য-রাজনীতি।
- FB
- TW
- Linkdin
শনিবার প্য়ারাটিচারের অবস্থানে রাজীব বন্দ্য়োপাধ্যায়
তৃণমূলের দলত্য়াগীদের তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বলছে দমবন্ধ হয়ে যাচ্ছে। বিজেতে কি মোয়া ফলেছে।
মেদিনীপুরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উত্তর ২৪ পরগনার আমডাঙার সিপিএম নেতা জাকির বল্লুক নাকি যোগ দিতে চলেছেন বিজেপিতে। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিজেপি জেলা নেতৃত্ব।
পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে BJP-TMC সংঘর্ষ বীরভূমের ইসলাম বাজারে
মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে গেরুয়া শিবিরের বিধায়ক-সাংসদের মধ্যে চড়ল পারদ। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের সঙ্গে দলের ব্ল্যাকমেল করেছেন বলে অভিযোগ তুলেছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ এনে বলেছেন, 'বিশ্বজিৎ দাসকে এভাবে বিরুদ্ধ মত পোষণ করতে কেউ বা কারা উসকানি দিচ্ছেন। কাদের চাপে পড়ে তিনি এমনটা করছেন, সেটা আগে বলুন। তিনি আরও বলেন শান্তনু ঠাকুর দলের সঙ্গে প্রতারণা করছেন। মতুয়াদের ব্যবহার করে দলের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছেন বিশ্বজিৎ।'
জিডি মার্কেট থেকে শুরু হল মহিলা মোর্চার বাইক মিছিল। এদিকে ইতিমধ্য়েই কয়েকটি বাইকের চাবি নিয়ে নিয়েছে পুলিশ।
দীনেশ ত্রিবেদীকে বিশ্বাসঘাতক বলে তকমা দেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। এদিন তিনি দীনেশ ত্রিবেদীর উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায়ের শুধু নোবেলটাই দেওয়া বাকি ছিল দীনেশ ত্রিবেদীকে। তিনি মনে করান, লোকসভা নির্বাচনে দীনেশ হেরে গিয়েছিলেন। তবুও দীনেশকে দলের রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এই কথা বলার পাশপাশি কয়েকজন নেতার দলত্যাগে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন মদন মিত্র ।