
জনরোষের দোহাইয়ে বিডিও অফিস ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম
farakka tmc viral video: ফরাক্কায় বিডিও অফিসে এসে তৃণমূলের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। এদিন বেলা দেড়টা নাগাদ আসেন তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম। তৃণমূলের সদস্যরা বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করেন। বিধায়ক নিজেই এসআইআরের বিরুদ্ধে স্লোগান দেন।