শনিবার নয়, শুক্রবারই প্রার্থী-নির্বাচনী এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- অন্তিম দফায় বোমাবাজি-সংঘর্ষে উত্তাল কলকাতা, বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ
Election Live Update- অন্তিম দফায় বোমাবাজি-সংঘর্ষে উত্তাল কলকাতা, বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ
বৃহস্পতিবার রাজ্যে ৪ টি জেলার ৩৫ আসনে অষ্টম দফার ভোট। মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন। ভোটের অন্তিম দফায় এবারও শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতিসতর্কতা সঙ্গে কাজের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। অষ্টম দফায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মোট ৩৫ টি বিধানসভা আসনে। ওদিকে ২ মে রবিবার ভোটগণনা হবে। ঠিক তার আগের দিন শনিবার বেলা ১২ টা নাগাদ ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা। ওই দিন প্রার্থী এবং গণনাকেন্দ্রের এজেন্টদের সঙ্গে কথা বলবেন তিনি।
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বহরমপুর কেন্দ্রে ভোট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
&
বেলা ১ অবধি ভোট পড়ল ৫৬.১৯ শতাংশ
অষ্টমদফাতেও অশান্তি অব্যহত, এবার নানুরের বিজেপি প্রার্থী শ্রী তারক সাহার গাড়ী ভাঙচুর, অভিযোগের নিশানায় তৃণমূল।
অভিযোগ, দিগম্বর জেইন বালিকা বিদ্যালয়, পোস্তার কাছে তৃণমূলের গুন্ডারা পাপু তেওয়ারীর নেতৃত্বে,আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কার্যকর্তা মনোজ মালিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে । শ্যামপুকুর বিধানসভার 21 নং ওয়ার্ডের ঘটনা।
অষ্টম তথা শেষ দফা ভোটে রাজ্যবাসীকে করোনায় সতর্ক থেকে ভোট দিতে আবেদন করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বাঙালায় টুইট করে নাড্ডা আবেদন করেন, 'সোনার বাংলা' নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।
ভোট গণনার আগেই ভাঙড়ে বোমা তৈরীর কারখানা উদ্ধার করল পুলিশ। এর পাশাপাশি আরো দুটি জায়গা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার উদ্ধার করে। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুরে যায় কাশিপুর থানার পুলিশ।
ভোট চলাকালীনই দল ধরে তারাপীঠে পুজো দিলেন CRPF-র আইজি, 'অষ্টম দফায় কর্তব্যরত অবস্থায় কেন মন্দিরে'- প্রশ্ন তুলে রিপোর্ট তলব করল কমিশন
কমিশনের নজরবন্দি অবস্থায় ভোট দিলেন অনুব্রত মন্ডল, বোলপুরে বাড়ির কাছেই একটু বুথে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি
করোনা আক্রান্ত আশা কর্মী ভোটের ডিউটিতে পাঠানোর অভিযোগ, ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা সাহাপুর মালদা বিধানসভার ১২০ নম্বর বুথে, ঘটনা ঘিরে চাঞ্চল্য
খাস কলকাতাতেও অশান্তির ছবি, বেলেঘাটার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব কমিশনের.
স্ত্রীকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন রাজ্যপাল।
অষ্টম দফা ভোট চলাকালীন আরও এক জায়গা থেকে এল বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার অভিযোগের খবর। জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। মুক্তিরামবাবু স্ট্রিটে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
উত্তাল মানিকতলা, কল্যান চৌবে কে ঘিরে অশান্তির অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছান সাধন পান্ডে
বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ
ডোমকলে বুথের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক, কোমরে গোঁজা পিস্তল
অষ্টম দফায় বোমাবাজিতে উত্তপ্ত কলকাতা, মহাজাতি সদনের পর বিধান সরণি এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজি
কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের 248 নং বুথে ভোটারদের লম্বালাইন। বুথ পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়।
ভোটের দিন মহাজাতি সদনের সামনে বোমাবাজি, এলাকায় বিশাল পুলিশ বাহিনী, রিপোর্ট তলব কমিশনের
শেষদফা ভোটে ব্যাপক উত্তেজনা। নানুরের সিঙ্গি গ্রামে বিজেপি নেতা খোকন দাসের গাড়ি ভাঙচুর। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে