বাঁকুড়ার মেজিয়ায় তৃণমূল-বিজেপি দফায় দফায় সংঘর্ষ। এক তৃণমূল কর্মীর পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে রড, এমনটাই অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলা করার অভিযোগ বিজেপির।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-বৃদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ শহর, CBI তদন্তের দাবি BJP-র, নন্দীগ্রামে প্রচারেই মেতে মমতা
Election Live Update-বৃদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ শহর, CBI তদন্তের দাবি BJP-র, নন্দীগ্রামে প্রচারেই মেতে মমতা
সোমবারও নন্দীগ্রামে মমতা-শুভেন্দু। রবিবারই মমতা এসে গিয়েছেন বিরুলিয়া। পাশাপাশি নন্দীগ্রামে মমতার প্রধান প্রতিদ্বন্দি শুভেন্দুরও সোমবার একাধিক রোড শো নন্দীগ্রামে। 'একঘন্টার বেশি র্যালি করছি, মুখ্যমন্ত্রীর জন্যও করি না' তৃণমূল সাংসদ নুসরতের ভিডিও নিয়ে ট্রোল বিজেপির। ওদিকে, প্রথমদফা ভোটের পরেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধর্মা গ্রামে। এই ঘটনায় ৫ বিজেপি কর্মী আহত। পাশাপাশি বিজেপি কর্মী বাবাকে বাঁচাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হল মেয়ে। মারের জেরে মেয়েটির চোখ ফুলে গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে দমদমে।
- FB
- TW
- Linkdin
নন্দীগ্রামের আসাদতলায় আটকে দেওয়া হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়।
দ্বিতীয় দার ভোটে জারি করা হোক ১৪৪ ধারা। নির্বাচন কমিশনে আবেদন জানালো বিজেপি।
বর্ধমানের গলসিতে বদল BJP পার্থী, নতুন প্রার্থী হয়ে নির্বাচনী লড়াই নামলেন বিকাশ বিশ্বাস
আইএসএফে বড় ভাঙন, ৩ নেতা যোগ দিলেন তৃণমূলে। আই এস ভাইস প্রেসিডেন্ট হাজী মহম্মদ আজ তৃণমূল ভবনে ববি হাকিমের হাতে তারা যোগদান করলেন। ববি হাকিমের দাবি বাংলায় আই এস এফ বলে আর কিছুই থাকল না। আই এস এফের কাজে আত্মসমর্পণ করেছে বামফ্রন্ট। বামদের রুখতে একমাত্র তৃণমূল পারবে।
বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকে রাজ্যে পুলিশ বাহিনী মোতায়েন না করার আহ্বান জানালো তৃণমূল কংগ্রেস। এদিন এই বিষয় নিয়ে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমবলের একটি প্রতিনিধি দল।
নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু সিবিআই তদন্ত চাইল বিজেপি
আমি একদম অশান্তি পছন্দ করি না-মমতা
'যদি কেউ বলে দিতে পারেন কোন গুন্ডারা আঘাত হানছে-তাঁদের আমি নামের লিস্ট দিয়ে পুরষ্কৃত করব'-মমতা
পুনর্মূষিক ভব'-অতি লোভে তাঁতি নষ্ট-নীতি কথা ইশপের গল্প নন্দীগ্রামবাসীকে শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী
হরে কৃষ্ণ হরে হরে-তৃণমূল ঘরে ঘরে-নন্দীগ্রামের সভায় হুইলচেয়ারে বসে স্লোগান মমতার
বিজেপি পার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ-পুলিশি ধস্তাধস্তি- সাতসকালে ধুন্ধমার যাদবপুর
২ মেদিনীপুরে হোলির রঙে মাতলেন-সঙ্গে প্রচারটাও সারছেন দিলীপ ঘোষ
হুইলচেয়ারে বসেই ৮ কিমি রোড শোয়ে মুখ্যমন্ত্রী
হাড়োয়া বিধানসভার কামদুনি গ্রামে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের হামলা, আক্রান্ত বিজেপি কর্মী
খড়গপুরে হিরণের প্রচারে দিলীপ ঘোষ
নন্দীগ্রামে হুইলচেয়ারে রোড শোয়ে মমতা