কাকদ্বীপে অমিত শাহ-র রোড শো শুরু
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- কাকদ্বীপে অমিত শাহ-র রোড শো, ওপারে পৈলানে মমতা-অভিষেকের প্রশ্নের সমুদ্র
Election Live Update- কাকদ্বীপে অমিত শাহ-র রোড শো, ওপারে পৈলানে মমতা-অভিষেকের প্রশ্নের সমুদ্র

ফের রাজ্য সফরে এলেন শাহ। বুধবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বাগত জানতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য-বিজেপির শীর্ষ নের্তৃত্ব। রাজ্য বিজেপির পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। রাজ্য সফরে থাকছে এবার একাধিক সূচি। তবে শুক্রবারও বাংলায় থাকছেন তিনি। তবে শুক্রবারের কর্মসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
কাকদ্বীপে অমিত শাহ-র রোড শো শুরু
'উত্তরপ্রদেশে আজও শিশু নির্যাতন হয়েছে'
উত্তরপ্রদেশে আজও শিশু নির্যাতন হয়েছে, কই এই প্রসঙ্গ তো তোলেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী, পৈলান থেকে বললেন মমতা
'অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান শাহ'-মমতা
'অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান শাহ' চ্যালেঞ্জ জানালেন মমতা
'মাছের তেলে মাছভাজা' মোদীকে তোপ মমতার
'মাছের তেলে মাছভাজা' আম্ফানের কেন্দ্রের দান প্রসঙ্গে মোদীকে তোপ মমতার
জাকির প্রসঙ্গ তুলে বক্তব্য শুরু পৈলানে মমতার
'কেন রেল স্টেশনে লাইট ছিল না' জাকির প্রসঙ্গ তুলে বক্তব্য শুরু পৈলানে মমতার। তিনি বলেন এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা।
কপিলমুনির মন্দির নিয়ে টুইট শাহ-র
'এতদিন সোনার গুজরাট সোনার রাজস্থান হয়নি কেন'- প্রশ্ন তুললেন অভিষেক
'এতদিন সোনার গুজরাট সোনার রাজস্থান হয়নি কেন'- পৈলানে তৃণমূলের সভা থেকে প্রশ্ন তুললেন অভিষেক
'দক্ষিণ ২৪ পরগণায় ৩১ এ ৩১ই করতে হবে'-অভিষেক
'দক্ষিণ ২৪ পরগণায় ৩১ এ ৩১ই করতে হবে'-পৈলানের সভা থেকে বললেন অভিষেক
' উন্নয়নের নিরিখে লড়াই হোক'-অভিষেক
' উন্নয়নের নিরিখে লড়াই হোক'- পৈলানের সভা থেকে বললেন অভিষেক
শ্রীরামপুর যাদবপুরে বামেদের রেল রোকো
নবান্ন অভিযানে বাম যুব কর্মী মইমুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে শ্রীরামপুর ও যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে রেল রোকো কর্মসূচি পালন করল বামেরা।
ধর্মতলায় ধুন্ধুমার
বাম যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে বামকর্মীর মৃত্যুর প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ এদিন জেল ভরো কর্মসূচি পালন করল জাতীয় কংগ্রেস। সেই কর্মসূচি ঘিরে এদিনও পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।
কলকাতা জোনের পরিবর্তন যাত্রা সূচনায় শাহ
গঙ্গা সাগরের সামনে দাড়িয়ে নিজের ছবি দিয়ে টুইট শাহ-র
পৈলানে মমতার সভায় এসে পৌছলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়
পৈলানে মমতার সভায় এসে পৌছলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়
মধ্যাহ্নভোজ সারছেন শাহ
নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে এবার মধ্যাহ্নভোজ সারছেন শাহ। শাহি মেনুতে রয়েছে-ভাত, রুটু, সবজি ডাল, বেগুন ভাজা, পনিরের তরকারি, আমের চাটনি, পায়েস, দই, মিষ্টি।
নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে এবার মধ্যাহ্নভোজ সারবেন শাহ
নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে এবার মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ
'২৯৪ আসনেই তৃণমূলকে হারাতে হবে'-শাহ
'২৯৪ আসনেই তৃণমূলকে হারাতে হবে'- সভা থেকে সরাসরি হুঙ্কার শাহ-র
' দিদির নজর শুধু ভাইপো কল্যাণে'
' মমতা দিদির নজর শুধু ভাইপো কল্যাণে' বললেন শাহ
'পরিবর্তন মানে ক্ষমতার বদল নয়'-শাহ
'পরিবর্তন মানে ক্ষমতার বদল নয়', সাগরের সভা থেকে বললেন শাহ
মন্ত্রী হামলার ঘটনায় NIA তদন্তের দাবি অধীরের
জাকির হোসেনকে দেখতে এসএসকেমে এলেন মমতা। উল্লেখ্য, মুর্শিদাবাদের জঙ্গিপুরের নিমতিতা স্টেশনেবোমার আঘাতে গুরুতর জখম রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী জাকির হোসেন সহ ১১ জন সঙ্গী। প্রত্যেকেই এসএসকেমে এই মুহূর্তে ভর্তি। এই ঘটনায় দায়িত্বভার নিয়েছে সিআইডি। যদিও এই ঘটনায় এনআইএ-র তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরি।