মাঘের শুরুতে জাঁকিয়ে শীত, জেনে নিন কতটা বদল হবে আবহাওয়া, রইল আপডেট
রাজ্যে শীতের তীব্রতা কিছুটা কমলেও এখনই বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে এবং আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

কদিন যেন একটু বিশ্রাম নিচ্ছে শীত। শীতের তীব্রতা বেশ খানিকটা কম। দক্ষিণের সব জেলাতে ভাটা পড়েছে কনকনে শীত। তবে কি রাজ্য থেকে বিদায় নিল শীত? আবহাওয়া বিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। জানিয়ে দিল আর শীত ফিরবে কি না বঙ্গে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় দৃশ্যমানতা নামতে ৫০ মিটারে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। রাজ্য আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আসেপাশে।
এদিকে সোমবার থেকে বদল হয়েছে আবহাওয়া। সোমবর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলরার ছিল ১৩.৩ ডিগ্রি। আজও সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে শীত কমার তেমন পূর্বাভাস নেই। মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে শীত। বাড়তে পারে ঠান্ডা। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আশেপাশে।
এই সময় দক্ষিণের জেলায় থাকবে শীতের দাপট। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় থাকবে কুয়াশার সতর্কতা। তেমনই উত্তরের জেলাতেও বজায় থাকবে শীত। তবে, বঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া।

