ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিলেও এতদিন দলের কোনও পদে ছিলেন না, তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে আসা, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বাণী সিংহরায় এবং সুনীল মণ্ডল। শুক্রবার রাজ্য বিজেপির নেতৃত্বের রদবদলের পর এই ৫জন নেতাকেই রাজ্য বিজেপির কার্ষনির্বাহী সমিতিতে অন্তর্ভুক্ত করা হল।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ২৭ মার্চ, জানাল নির্বাচন কমিশন
Election Live Update- পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ২৭ মার্চ, জানাল নির্বাচন কমিশন

আজই ভোটের দিন ঘোষণা হতে পারে, এ রাজ্য সহ আরও ৪ রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে। সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা হওয়ার সম্ভবনা।
বিজেপি-তে পদ পেলেন শুভেন্দুরা
তৃণমূলের নির্বাচনী কমিটি
বিধানসভা নির্বাচন ২০২১-এর জন্য নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এই কমিটিতে রয়েছেন - মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ চট্টোপাধ্যায়, সৌগত রায়, অভইষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও'ব্রায়ান, সুব্রত মুখোপাধ্যায় এবং সিএম জাটুয়া।
সন্ত্রাসমুক্ত করতেই ৮ দফায় ভোট
পশ্চিমবঙ্গে সন্ত্রাস আছে। তাই কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকভাবে সব জায়গায় মোতায়েন করা যায়, তার জন্যই ৮ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমনটাই বললেন শুভেন্দু অধইরৃকারী।
৮ দফায় কেন পশ্চিমবঙ্গে নির্বাচন, প্রশ্ন তুলে সরব মমতা, সরাসরি লাইভ
অষ্টম দফায় ৩৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২৯ এপ্রিল-কমিশন
অষ্টম দফায় ৩৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২৯ এপ্রিল-কমিশন
সপ্তম দফায় ৩৬ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২৬ এপ্রিল-কমিশন
সপ্তম দফায় ৩৬ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২৬ এপ্রিল-কমিশন
ষষ্ঠ দফায় ৪৩ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২২ এপ্রিল-কমিশন
ষষ্ঠ দফায় ৪৩ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ২২ এপ্রিল-কমিশন
পঞ্চম দফায় ৪৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ১৭ এপ্রিল-কমিশন
পঞ্চম দফায় ৪৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ১৭ এপ্রিল-কমিশন
চতুর্থ দফায় ৪৪ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ১০ এপ্রিল-কমিশন
চতুর্থ দফায় ৪৪ টি বিধানসভা আসনে ভোটগ্রহন ১০ এপ্রিল-কমিশন
পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট ৩১ টি আসনে ভোটগ্রহন ৬ এপ্রিল-কমিশন
পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট ৩১ টি আসনে ভোটগ্রহন ৬ এপ্রিল-কমিশন
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট ৩০ টি আসনে ভোটগ্রহন ১ এপ্রিল-কমিশন
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট ৩০ টি আসনে ভোটগ্রহন ১ এপ্রিল-কমিশন
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০ টি আসনে ভোটগ্রহন ২৭ মার্চ-কমিশন
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০ টি আসনে ভোটগ্রহন ২৭ মার্চ-কমিশন
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহন-কমিশন
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহন। তামিলনাড়ু-কেরলে ১ দফায় ভোট। অসমে ৩ দফায় ভোট
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহন-কমিশন
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহন। তামিলনাড়ু-কেরলে ১ দফায় ভোট। অসমে ৩ দফায় ভোট
বাংলা সহ সব রাজ্যে মোট গণনা ২ মে-কমিশন
বাংলা সহ সব রাজ্যে মোট গণনা ২ মে-কমিশন
প্রথম দফায় ৪৭ বিধানসভা কেন্দ্রে ২৭ মার্চ, গণনা ২ মে-কমিশন
প্রথম দফায় ৪৭ বিধানসভা কেন্দ্রে ২৭ মার্চ, গণনা ২ মে-বিজ্ঞানভবনে জানাল কমিশন
'পশ্চিমবঙ্গের পুলিশ অবজারভার বিবেক দুবে ও মৃণাল কান্তি দাস'-কমিশন
পশ্চিপশ্চিমবঙ্গের পুলিশ অবজারভার বিবেক দুবে ও মৃণাল কান্তি দাস-বিজ্ঞানভবনে জানাল কমিশন
'পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক'-কমিশন
পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, রাজ্যের জন্য মোট ৪ অবজারভার-বিজ্ঞানভবনে জানাল নির্বাচন কমিশন
'ভোটপ্রচারে রোড শোয়ে ৫টির বেশি গাড়ি নয়' কমিশন
ভোটপ্রচারে রোড শোয়ে ৫টির বেশি গাড়ি নয়, প্রচারে কোন মাঠ ফাঁকা আগে থেকে তার তালিকা তৈরি রাখতে হবে-জানাল নির্বাচন কমিশন
'৮০ বছরের উর্ধ্বে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট'-কমিশন
'৮০ বছরের উর্ধ্বে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট'-বিজ্ঞানভবনে জানালেন সুনীল অরোরা