নিমতিতা স্টেশন সংলগ্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে বিপুল জারিকেন ভর্তি তাজা বোমা উদ্ধার চাঞ্চল্য
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-আজ রাজ্যে শাহ-নাড্ডা-রাজনাথ, ওদিকে কোভিড পরিস্থিতিতে কলকাতায় আর বড় সভা করবেন না মমতা
Election Live Update-আজ রাজ্যে শাহ-নাড্ডা-রাজনাথ, ওদিকে কোভিড পরিস্থিতিতে কলকাতায় আর বড় সভা করবেন না মমতা
সোমবার ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। এদিন উত্তর দিনাপুরে ১২ টা ৪৫ মিনিট নাগাদ রোড শো দিয়ে প্রচার শুরু করবেন নাড্ডা। এরপর চলে যাবেন বীরভূম সেখানে রোড শো এবং সভা দুইই করবেন। ৩ টা থেকে ৬ অবধি তিনি বীরভূমের কর্মসূচিতেই থাকবেন নাড্ডা।ওদিকে রাজ্যে কোভিডে ভয়াবহ অবস্থা। তাই কোভিড পরিস্থিতিতে কলকাতায় আর বড় কোনও সভা করবেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়।
- FB
- TW
- Linkdin
নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী মুকুল রায়ের হয়ে নির্বাচনী প্রচারে আসে মহাগুরু মিঠুন চক্রবর্তী এখানে পৌঁছে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘক্ষন বিশ্রাম নিতে হচ্ছে মহাগুরুকে গলার স্বর ভেঙ্গে গেছে মিঠুন চক্রবর্তীর তবুও জানালেন যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ তিনি নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন
সারদাকাণ্ডে মদন মিত্রের আপ্ত সহায়ককে ফের তলব করল ED
খিদিরপুরে রুদ্রনীলের প্রচারে ইটবৃষ্টি-ফের কাঠগড়ায় তৃণমূল
আগামী শনিবার রাজ্যে ফের প্রচারে আসছেন মোদী
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে সি ব্লক। রবিবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা যখন এক জায়গায় বসে নিজেরা গল্প করছিল সেই সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের ওপর এ হামলা চালায় বলে অভিযোগ।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের। এই দুই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর করোনায় মৃত্যুতে নির্বাচন পিছিয়ে দিতে হয় ওই এলাকায়। সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন হবে।
আপাতত বিপদ মুক্ত বিজেপি প্রার্থী গোপাল সাহা। প্রথমে কলকাতায় রেফার করা হলেও পরে মালদা জেলা হাসাপাতালেই রাখা সিদ্ধান্ত নেওয়া। অপারেশনের পর গুলি বার করে ফেলা হয়েছে। আরও ৪৮ ঘন্টা তাঁকে অবজারবেশনে রাখা হবে।
এবার নির্বাচন কমিশনের খাঁড়া নেমে এল তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল ও বিজেপি নেতা সায়ন্তন বসুর ওপর। দুই ভোট প্রার্থীর ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সুজাতা ও সায়ন্তন রবিবার সন্ধ্যে ৭টা থেকে সোমবার সন্ধ্যে ৭টা পর্যন্ত ভোট প্রচারে অংশ নিতে পারবেন না বলেও জানান হয়েছে।
করোনার কারণে রাজ্যে আপাতত আসছেন না কংগ্রেসের হেভিওয়েট নেতা রাহুল গান্ধী
সংযুক্ত মোর্চার হয়ে ভোটে কাজ করার অপরাধে মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতের গাজী পাড়ায় সংযুক্ত মোর্চার কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে।