সংক্ষিপ্ত
- বিজেপির ইস্তেহার প্রকাশ
- প্রকাশ করলেন অমিত শাহ
- মহিলাদের মন পেতে মরিয়া বিজেপি
- একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ
রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যেই দিয়েই প্রকাশিত হল বিজেপির ইস্তেহার। কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত শাহর উপস্থিতিতেই বিজেপির ইস্তার প্রকাশ হয়। শুরুতেই অমিত শাহ বলে দেন তাঁরা বিজেপির নির্বাচনী ইস্তেহারের নাম রেখেছেন সংকল্প পত্র।
এক নজরে বিজেপির ইস্তেহার সংকল্প পত্রঃ
রাজ্যের সর্ব চালু হবে অন্নপূর্ণা ক্যান্টিন- পাঁচ টাকায় মিলবে খাবার
পিডিএস-এ ৫ টাকায় ১ কিলো চিনি
প্রতি কিলো গম ১টাকা, ডাল ৩০ টাকায় ও ৩টাকায় নুন
সপ্তম বেতন কমিশন গঠন
প্রাথমিক ও মাধ্যমিক পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি
মৎসজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান
৭৫ লক্ষ কৃষককে বছরে ১০ হাজার টাকা, কৃষক সম্মান নিধি প্রকল্পের না পাওয়ার ১৮ হাজার টাকা একসঙ্গে দেওয়া হবে
রাজ্যে তিনটি এইমস হাসপাতাল- উত্তরবঙ্গ, জঙ্গলমহল আর সুন্দরবেন
পুরোহিত আর কীর্তনিয়াদের মানিক ৩ হাজার টাকা অনুদান
১৮ বছর হলেই মহিলাদের এককালীন ২ লক্ষ টাকা অনুদান
বিধবা ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা
সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ
পরিবহনে মহিলাদের সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি
মহিলাদের এককালীন ২০ হাজার টাকা করে ঋণ
প্রসূতিদের অনুদান ৯ হাজার টাকা
১ টাকাতেই সেনেটারি ন্যাপকিন
প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শরনার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি
১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা
কলকাতায় সোনার বাংলা মিউজিয়াম তৈরি '
অবশেষে কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী, তবে কি তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন ...
প্রথম মন্ত্রিসভার বৈঠকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। একই সঙ্গে মহিলাদের জন্য প্রতিটি থানায় বিশেষ হেল্পডেক্সের ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিয়েছেন অমিত শাহ। দুর্ণীতি মুক্ত সরকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রাজ্যে রাজনৈতিক হিংসা মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক মানচিত্রে ঠাঁই দেওয়া ও প্রতিটি ব্লকে একলব্য মডেল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চামড়া, ইঞ্জিনিয়ারিং অটো ও জুয়েলারি পার্কের পরিকাঠামো গড়ে তোলার দিকেও নজর দেওয়া হবে। ক্লাস টেন পর্যন্ত বাংলা ভাষা বাঝ্যতামূলক হবে।