- শাহ সফর ঘিরে উত্তাল হল সোনাঝুরি।
- বিরোধিতায় নামল বামপন্ত্রী সংগঠনের সদস্যরা
- বিক্ষোভে জোড়াসাঁকোয় তৃণমূলের সদস্যরা
- শাহ সফরের দিনেই অনুব্রতর বঙ্গ ধ্বনী যাত্রা
শাহ সফর ঘিরে উত্তাল সোনাঝুরি। রবিবার অমিত শাহের বোলপুর সফর ঘিরে বিক্ষোভে বামপন্ত্রী সংগঠনের সদস্যরা। পাশাপাশি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে অবস্থান-বিক্ষোভে তৃণমূলের সদস্যরা। উল্লেখ্য, শাহ সফরের দিনেই আবার অনুব্রত মন্ডলের বঙ্গ ধ্বনী যাত্রা। একই সময় একই অবস্থানে।
বামপন্ত্রী সংগঠনের সদস্যদের অভিযোগ, 'যারা দেশে অশান্তি ছড়ায়, দাঙ্গা বাঁধায় তাঁদের এখানে আসার অনুমতি নেই'। অপরদিকে শান্তিনিকেতনে অমিত শাহের পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির অবস্থান নিয়ে পোস্টার-বিতর্ক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে টিএমসিপির অবস্থান-বিক্ষোভ। রবীন্দ্র সঙ্গীত ও আবৃতি মাধ্যমে অবস্থান বিক্ষোভ করা হয় এখানে উপস্থিত ছিলেন শশী পাঁজা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র-ছাত্রীরা।
অপরদিকে, এই মুহূর্তে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেই রওনা দিয়েছেন রোড শ্যো উপলক্ষে। রোড শো মূলত হনুমান মন্দির স্টেডিয়াম থেকে বোলপুর চৌরাস্তা অবধি। এরপরে ৪ টে ৪৫ নাগাত মোহরকুঠিতে সাংবাদিক সম্মেলন। এদিকে শাহ সফরের দিনেই আবার অনুব্রত মন্ডলের বঙ্গ ধ্বনী যাত্রা। একই সময় একই অবস্থানে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 20, 2020, 4:40 PM IST