পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনকালে নোবেলজয়ী অমর্ত্য সেনকে পাঠানো নোটিশ নিয়ে বিতর্ক। আইন সবার জন্য সমান, বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ECI জানিয়েছে, প্রযুক্তিগত ভুলের কারণে এই নোটিশ। তৃণমূলের অভিযোগ, বাঙালিদের অপমান করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে পাঠানো নোটিশকে সমর্থন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, নোবেলজয়ীরা কি আইনের ঊর্ধ্বে?
অমর্ত্য সেন ইস্যুতে সরব সুকান্ত মজুমদার
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আগেই স্পষ্ট করেছিল যে, ইলেক্টোরাল রোল অফিসার্স নেটওয়ার্ক (ERONET) পোর্টালে একটি 'যৌক্তিক অসঙ্গতি' চিহ্নিত হওয়ার পরেই নোবেলজয়ীকে নোটিশটি জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের CEO জানান, বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার অধ্যাপক অমর্ত্য সেন এবং তাঁর মা অমিতা সেনের মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের কম ছিল। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে মজুমদার আরও বলেন যে, নির্বাচন কমিশনের 'সতর্ক' থাকা উচিত ছিল।
বিজেপি নেতা বলেন, “দেখুন, একটা বিষয় হলো, নির্বাচন কমিশনের এই সব বিষয়ে প্রথমে আরও একটু সতর্ক হওয়া উচিত। দ্বিতীয়ত, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ হলে তিনি কি আইনের ঊর্ধ্বে? আপনি কি একজন নোবেলজয়ীকে খুন করার অনুমতি দেবেন? দেওয়া উচিত? আইন কারও জন্য আলাদা হতে পারে না। প্রধানমন্ত্রী কীভাবে ভোট দেন? প্রধানমন্ত্রীকেও তো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়, তাই না?”
তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব সুকান্তর
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ব্যবহার করে SIR নিয়ে বাঙালিদের টার্গেট করার অভিযোগ তুলছে, এই প্রসঙ্গে জানতে চাইলে সুকান্ত মজুমদার বলেন, “হ্যাঁ, এটা আমাদের দোষ। যারা বলে তাদের দোষ। তৃণমূল এটা ব্যবহার করছে... এটা একটা ন্যারেটিভের যুদ্ধ। বাংলায় একটা সাংস্কৃতিক সংবেদনশীলতা আছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় আমার চেয়ে বেশি বাঙালি নন।”
এর আগে, ৮ জানুয়ারি, পশ্চিমবঙ্গের CEO জানান যে, অমর্ত্য সেনের জন্য নোটিশটি 'অন্যান্য অসঙ্গতিপূর্ণ মামলার মতোই' তৈরি করা হয়েছিল। “বিদেশি ভোটার অমর্ত্য সেনের গণনার ফর্মটি তাঁর পরিবারের সদস্য শান্তভানু সেন গ্রহণ করেন, যিনি তাঁকে তাঁর মা অমিতা সেনের সঙ্গে যুক্ত করেন। যেহেতু ভোটার এবং তাঁর মায়ের মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের কম ছিল, তাই ERO নেট পোর্টাল দ্বারা একটি যৌক্তিক অসঙ্গতি চিহ্নিত করা হয়েছিল,” এক্স-এ একটি পোস্টে বলেন পশ্চিমবঙ্গের CEO। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে যে, যেহেতু অধ্যাপক সেনের বয়স ৮৫ বছরের বেশি, তাই সংশ্লিষ্ট আধিকারিকরা বুথ লেভেল অফিসারের (BLO) সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। “অন্যান্য অসঙ্গতিপূর্ণ মামলার মতোই ডঃ অমর্ত্য সেনের জন্য নোটিশ তৈরি করা হয়েছিল। যেহেতু ভোটারের বয়স ৮৫ বছরের বেশি, তাই ERO/AERO, BLO-এর সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন,” বলেন পশ্চিমবঙ্গের CEO।
তৃণমূল কংগ্রেস (TMC) এই পদক্ষেপের সমালোচনা করে একে 'লজ্জাজনক প্রহসন' বলার পরেই এই ব্যাখ্যাটি সামনে আসে। তৃণমূল অভিযোগ করে যে, ECI বাংলার বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করছে।
“একজন নোবেলজয়ী তো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত, তাই না? কিন্তু তিনি যদি বাঙালি হন? তাহলে তাঁকে সাধারণ অপরাধীর মতো শুনানির নোটিশ পাঠানো হবে। এটাই বিজেপি এবং ECI-এর SIR প্রক্রিয়ার নির্লজ্জ, লজ্জাজনক প্রহসন। তারা আমাদের আইকনদের কালিমালিপ্ত করবে, আমাদের গর্বকে কলঙ্কিত করবে এবং বিভাজন ও অবক্ষয়ের বাংলা-বিরোধী এজেন্ডা পূরণের জন্য যেকোনো নীচে নামতে পারে,” এক্স-এ পোস্ট করে তৃণমূল।
নোবেলজয়ী অমর্ত্য সেনকে 'তাঁর নাগরিকত্ব প্রমাণ করতে' বলার জন্য কংগ্রেসও ECI-এর সমালোচনা করেছিল।


