সংক্ষিপ্ত

বুধবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস

ইস্তাহারে গত ১০ বছরে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান দিয়েছেন তিনি

সেসঙ্গে রয়েছে আগামী ৫ বছরের রোডম্যাপ

রাজ্যের বিকাশের জন্য কী কী প্রতিশ্রতি দিল তৃণমূল

বুধবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ  করল তৃণমূল কংগ্রেস। সেই ইস্তাহারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত ১০বছরে তাঁর সরকারের অক্লান্ত পরিশ্রমে, এখন বিভিন্ন ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। বাংলার মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি থেকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা, কৃষি, শিল্প থেকে শুরু করে বিদ্যুত, পানীয় জল, রাস্তাঘাট আবাসন - সব ক্ষেত্রেই বাংলার অগ্রগতি ঘটেছে বলে দাবি করেছেন তিনি। তবে তিনি জানিয়েছেন উন্নয়ন কখনও থেমে তাকে না। তাই তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরলে এই উন্নয়ন যজ্ঞ চলতেই থাকবে। আগামী ৫ বছরে রাজ্যের বিকাশের জন্য কী কী প্রতিশ্রতি দেওয়া হল তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে, দেখে নেওয়া যাক -

অর্থনীতি

- আগামী ৫ বছরে, প্রতি বছর ৫ লক্ষ করে নতুন কর্মসংস্থান ও বেকারত্বের হার অর্ধেক

সামাজিক ন্যায় ও সুরক্ষা

- তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে মাসিক ১০০০ ও বাকিদের মাসিক ৫০০ টাকা করে ১.৬ কোটি যোগ্য পরিবারকে আর্থিক সহায়তা।

যুব

- ৪ শতাংশ সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ

খাদ্য

- ১.৫ কোটি পরিবারকে ঘরেই রেশন পৌঁছে দেওয়া হবে

- ৫০ টি শহরে ২৫০০ মা ক্য়ান্টিনে ৭৫ কোটি মানুষকে ৫ টাকায় ডিম-ভাত

কৃষিকাজ ও কৃষি

- কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বার্ষিক ১০০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন  

শিল্প

- আগামী ৫ বছরে ২০০০ বড় শিল্প যুক্ত হবে, বিনিয়োগ ৫ লক্ষ কোটির

স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ, রাজ্যের ডাক্তার নার্স প্যারামেডিকদের আসন সংখ্যাও দ্বিগুণ করা হচ্ছে

শিক্ষা

- শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকদের আসন সংখ্যা দ্বিগুণ

আবাসন

- বাংলার বাড়ি প্রকল্পে ৫ লক্ষ স্বল্প মূল্যের আবাসন, বাংলার আবাস যোজনায় আরও ২৫ লক্ষ স্বল্পমূল্যের বাড়ি

বিদ্যুত, রাস্তা ও জল

নলযুক্ত পানীয় জল আরও ৪৭ লক্ষ পরিবারকে, সুলভ মূল্যে বিদ্যুত প্রতিটি বাড়িতে, গ্রামে মজবুত রাস্তা