- শুক্রবার ঠাকুর বাড়িতে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
- বেলা সাড়ে এগারোটায় পৌছান গজেন্দ্র সিং শিখওয়াত
- সেখানেই তিন গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করেন
- এদিকে বহুদিন পর দলীয় কর্মসূচীতে ফিরলেন শান্তুনু
শুক্রবার উ: ২৪ পরগনা জেলার গাইঘাটার ঠাকুর বাড়িতে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শিখওয়াত | বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ঠাকুর নগরে ঠাকুরবাড়ি পৌছান তিনি| সেখানেই তিন গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করেন।
কর্মসূচীতে সাথে ছিলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর | নাগরিক আইন নিয়ে বেসুরো কথা বলা সাংসদ শান্তুনু ঠাকুরের দীর্ঘ দিন পরে দলীয় কর্মসূচীতে যোগদান করলেন | সম্প্রতি খাদ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উঃ ২৪ জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে তৃনমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন | বিতর্ক দানা বাধ ছিল তাঁকে নিয়ে | শুক্রবার দলীয় কর্মসূচীতে যোগদান তাৎপর্য বাড়াচ্ছে রাজনৈতিক মহলে | শুক্রবারের কর্মসূচীতে ভিড় জমান বিজেপির প্রচুর পুরুষ ও মহিলা সমর্থকরা | এদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যে পরিবর্তন আনার জন্য সাধারন মানুষের কাছে আহ্বান জানান |
এদিকে বহুদিন পর দলীয় কর্মসূচীতে ফিরলেন শান্তুনু ঠাকুর। মাঝে তিনি মতুয়াদের প্রতি মমতার উদ্য়োগ-পরিষেবা নিয়ে তৃণমূলের পক্ষে কথা বলে ফেলেন। একে পুজোর পরে বাংলায় এসে মতুয়া সম্প্রদায়ের কাছে যাননি শাহ। তার উপর শান্তুনু ঠাকুরের মন্তব্য ঘিরে বিতর্ক মোড় নেয়। জলঘোলা করে ঘাসফুল শিবির। তবে চলতি মাসের শেষে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে বনগাঁয় মতুয়াদের কাছে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেদিক থেকে শুক্রবারে বহুদিন পর দলীয় কর্মসূচীতে শান্তুনু ঠাকুরের ফেরা নিয়ে স্বস্তি ফিরল দলে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 15, 2021, 5:36 PM IST